Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে পাচার হওয়া আট নারীকে দেশে হস্তান্তর


৩০ নভেম্বর ২০২০ ১৯:২০ | আপডেট: ৩০ নভেম্বর ২০২০ ১৯:২৩

বেনাপোল (যশোর): ভারতে পাচার হওয়া আট বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠিয়েছে ভারত সরকার। সোমবার (৩০ নভেম্বর) বিকেল ৫ টার সময় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ এই নারীদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেতর আসা নারীরা হলেন- খাগড়াছড়ি জেলার আব্দুল বাতেনের মেয়ে হাজিরা খাতুন, যশোর জেলার আব্দুর রহমানের মেয়ে সালমা খাতুন, আযুব আলীর মেয়ে হাজিরা খাতুন, শাখাওয়াত আলী বিশ্বাসের স্ত্রী মাজেদা খাতুন, পটুয়াখালী জেলার হাকিম আলী হাওলাদারের স্ত্রী রেখা বেগম, মাগুরা জেলার তোরাপ বিশ্বাসের মেয়ে রিয়া বিশ্বাস, নারায়ণগঞ্জ জেলার আব্দুল আজিজের মেয়ে আখি মন্ডল ও চুয়াডাঙ্গা জেলার রতন মন্ডলের মেয়ে রানী মালিথা।

বিজ্ঞাপন

ফেরত আসাদের বেনাপোল থেকে গ্রহণকারী যশোর রাইটসের তথ্য অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুর জামান বলেন, ভুক্তভোগী নারীরা ভালো কাজের আশায় বিভিন্ন সময় দালালের খপ্পড়ে পড়ে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচার হয়। পরে তারা ভারতের বোম্বাই শহরে পুলিশের হাতে আটক হয়। পরবর্তীতে ভারতের বোম্বাই রেসকিউ ফাউন্ডেশন নামে একটি বেসরকারি এনজিও সংস্থা তাদেরকে ছাড়িয়ে নিয়ে তিন বছর নিজেদের শেল্টার হোমে রাখে। এরপর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি চালাচালির মাধ্যমে এদেরকে ট্রাভেল পারমিটে আজ বিকালে দেশে ফেরত ফেরত পাঠানো হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ফেরত আসা আট নারীকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটের মাধ্যমে আমাদের কাছে হস্তান্তর করেছে। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে জাস্টিস এন্ড কেয়ার পাঁচজন ও যশোর রাইটস তিনজনকে এই দুটি এনজিও সংস্থা গ্রহণ করেছে। পরবর্তীতে এনজিও সংস্থা তাদের পরিবারে কাছে হস্তান্তর করবে বলে তিনি জানান।

বিজ্ঞাপন

বেনাপোল চেকপোষ্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর