Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলের এলেঙ্গায় সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু


৩০ নভেম্বর ২০২০ ১৬:৪১

টাঙ্গাইল: বঙ্গবন্ধু সেতু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা জালদো ব্রিজের সামনে অজ্ঞাত কোন গাড়ির সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে দুইজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। নিহতরা হলেন আনসার সদস্য ছানোয়ার হোসেন (৪০) ও টোব্যাকো কোম্পানির কর্মকর্তা সবুজ মিয়া (৩৮)। দুজনের বাড়িই গোপালগঞ্জ জেলায়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি কামাল হোসেন জানান, রোববার (২৯ নভেম্বর) রাত দেড়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা জালদো ব্রিজের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি গাড়ি মাইক্রোবাসটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই আনসার সদস্য ছানোয়ার হোসেন (৪০) অন্য জন টোব্যাকো কোম্পানির কর্মকর্তা সবুজ মিয়া (৩৮) মারা যায়।

বিজ্ঞাপন

মাইক্রোবাসটিতে থাকা তিনজন আহত হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। তাদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টাঙ্গাইলের এলেঙ্গা সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

লজ্জার হারে বিধ্বস্ত আনচেলত্তি
১৩ জানুয়ারি ২০২৫ ১৩:১০

আরো

সম্পর্কিত খবর