কুকুরের সঙ্গে খেলতে গিয়ে আহত বাইডেন
৩০ নভেম্বর ২০২০ ১৫:৫৫ | আপডেট: ৩০ নভেম্বর ২০২০ ১৮:৪৪
পোষা কুকুরের সঙ্গে খেলতে গিয়ে আহত হয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। খবর রয়টার্স।
রোববার (২৯ নভেম্বর) বাইডেনের ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন, পায়ের পাতায় চিড় ধরার কারণে কয়েক সপ্তাহ বাইডেনকে একটি সুরক্ষা বুট ব্যবহার করতে হতে পারে।
এদিকে, বাইডেনের দফতর এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার (২৮ নভেম্বর) ওই ঘটনা ঘটার পর ৭৮ বছর বয়সী এ ডেমোক্র্যাট রোববার (২৯ নভেম্বর) এক্স-রে এবং সিটি স্ক্যান করাতে একজন চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন।
এ ব্যাপারে বার্তাসংস্থা রয়টার্স জানাচ্ছে, চিকিৎসকরা প্রথমে ভেবেছিলেন, বাইডেনের শুধু গোড়ালি মচকে গেছে। কিন্তু, তারপরও তারা পায়ের আঘাতের বিস্তারিত জানতে স্ক্যান করানোর সিদ্ধান্ত নেন।
Get well soon! https://t.co/B0seiO84ld
— Donald J. Trump (@realDonaldTrump) November 30, 2020
আলাদা এক বিবৃতিতে বাইডেনের ব্যক্তিগত চিকিৎসক কেভিন ও’কনোর বলেছেন – সিটি স্ক্যানের পর বাইডেনের পায়ে সূক্ষ্ণ চিড় ধরার বিষয়টি নিশ্চিত হয়েছে। আগামী কয়েক সপ্তাহ তাকে হাঁটার সময় বিশেষ বুট ব্যবহার করতে হতে পারে বলে জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ৩ নভেম্বরের প্রেসিডেন্টে নির্বাচনে ক্ষমতাসীন ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে নির্বাচিত হয়েছেন বাইডেন। আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে হোয়াইট হাউজে প্রবেশ করবেন তিনি।
অন্যদিকে, প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় স্বীকার না করে ফলাফলের বিষয়ে আদালতে আপত্তি তোলা ডোনাল্ড ট্রাম্প বাইডেনের দ্রুত আরোগ্য কামনা করেছেন। এক টুইটার বার্তায় তিনি বলেছেন, শিগগিরই সুস্থ হয়ে উঠুন, বাইডেন।