কৃষক বিক্ষোভ ঠেকাতে দিল্লির সীমান্ত সিলগালা
৩০ নভেম্বর ২০২০ ১৪:৪৫ | আপডেট: ৩০ নভেম্বর ২০২০ ১৬:০৭
ভারতের কৃষক বিক্ষোভ থেকে রাজধানী অবরুদ্ধ করে দেওয়ার হুমকি দেওয়ার পর সিলগালা করে দেওয়া হয়েছে দিল্লির সীমান্ত। সেই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। খবর এএনআই।
এর আগে, কৃষক সংগঠনগুলো কেন্দ্র সরকারের আলোচনার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর রোববার (২৯ নভেম্বর) গভীর রাতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
ওই বৈঠকের সিদ্ধান্ত অনুসারে দিল্লি সীমান্ত সিলিগালা করে দেওয়া হয়েছে বলে জানাচ্ছে কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকা।
Delhi: Farmers protesting at Tikri border (Delhi-Haryana border) offer prayers and distribute 'prasad' among each other and security personnel on the occasion of #GuruNanakJayanti pic.twitter.com/2eWZji4z6g
— ANI (@ANI) November 30, 2020
এদিকে, সোমবার (৩০ নভেম্বর) গুরু নানকের জন্মদিনেও পরিস্থিতির কোনও বদল হয়নি। দিল্লির সীমান্তে কৃষকদের বিক্ষুব্ধ মিছিলের ভিড়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে উত্তেজনার পারদ। সারারাত ধরে চলা শীর্ষ নেতাদের বৈঠক থেকে নেওয়া সিদ্ধান্ত অনুসারে – দিল্লির সীমানা সিল করে দেওয়া হয়েছে, দিল্লি-উত্তরপ্রদেশ সীমানার নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে, টিকরি এবং সিঙ্ঘু সীমানায় যান চলাচল আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে, দিল্লি-হরিয়ানা সীমানায় খোলা হয়েছে মেডিক্যাল ক্যাম্প।
অন্যদিকে, বিক্ষোভকারী কৃষকদের দাবি – ৫০০ সংগঠনের অন্তত তিন লক্ষ কৃষক তাদের সঙ্গে রয়েছেন। তাদের একমাত্র দাবি কৃষকদের স্বার্থবিরোধী আইন বাতিল করতে হবে। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাস্তায় থাকবেন।
কৃষক বিক্ষোভের একজন শীর্ষ সংগঠকের বরাতে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, চার মাস পর্যন্ত রাস্তায় থাকার প্রয়োজনীয় সরঞ্জাম সঙ্গে এনেছেন তারা।