Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব এনএসইউ এসবিই’র যাত্রা শুরু


৩০ নভেম্বর ২০২০ ১৪:৩৭ | আপডেট: ৩০ নভেম্বর ২০২০ ১৪:৪৩

ঢাকা: নর্থ সাউথ ইউভার্সিটির ব্যবসা প্রসাশন ও অর্থনীতি অনুষদের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠা করা হয়েছে অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব নর্থ সাউথ ইউনিভার্সিটি স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস। গেল ২৫ নভেম্বর অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব এনএসইউ এসবিই তাদের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করে।

অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব এনএসইউ এর সহযোগী সংগঠন (sister association) হিসাবে অ্যালামনাই অ্যাসেসিয়েশন অব এনএসইউ এসবিই প্রতিষ্ঠা করা হয়। ৩২ জনের কমিটির প্রেসিডেন্ট নিযুক্ত হন মো. মাহবুব আলম খাঁন (মিথুন)।

বিজ্ঞাপন

নর্থ সাউথ ইউনিভার্সিটি স্কুল অব বিজনেস শুধু বাংলাদেশের নয়, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বিজনেস স্কুল। এ ইউনিভার্সিটি প্রাক্তন শিক্ষার্থীরা দেশে ও দেশের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানে অত্যন্ত সুনামের সঙ্গে কর্মরত আছেন। দেশের অধিকাংশ ব্যাংক, বীমা, অর্থনৈতিক প্রতিষ্ঠান, বহুজাতিক প্রতিষ্ঠান, মার্কেটিং এজেন্সি, তৈরি পোশাকখাত সহ বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তা এ ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী। এ ছাড়াও দেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বা পরিচালক নর্থ সাউথ ইউনিভার্সিটি স্কুল অব বিজনেস ও ইকোনমিকসের প্রাক্তন শিক্ষার্থী।

উল্লেখ্য, দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয় ১৯৯২ সালে। সে সময় থেকেই নর্থ সাউথের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখে আসছে।

২০০৪ সালে নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষর্থীদের নিয়ে গড়ে ওঠে অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব নর্থ সাউথ ইউনিভার্সিটি, যার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ছিলেন এম নাঈম হোসেন ও বর্তমান প্রেসিডেন্ট সাজিদুল ইসলাম। (সংবাদ বিজ্ঞপ্তি)

বিজ্ঞাপন

অ্যালামনাই নর্থ সাউথ ইউনিভার্সিটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর