Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাপ্তাইয়ে ১২ ফুট লম্বা অজগর অবমুক্ত


২৯ নভেম্বর ২০২০ ১৮:০৭

রাঙ্গামাটি: রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় ১২ ফুট লম্বা একটি অজগর সাপ অবমুক্ত করেছে বন বিভাগ। রোববার (২৯ নভেম্বর) কাপ্তাই জাতীয় উদ্যানে উপজেলার রেশম বাগান এলাকা থেকে আটক করা অজগর সাপটি অবমুক্ত করে বন কর্মকর্তারা।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ্ জানান, কাপ্তাই জাতীয় উদ্যানের রাম পাহাড় বিটে ধরা সাপটি অবমুক্ত করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় স্থানীয় জনগণ কাপ্তাই রেশম বাগান এলাকায় এই অজগর সাপটি দেখে বন বিভাগকে খবর দিলে পরে স্থানীয়দের সহায়তায় বন বিভাগের কর্মকর্তারা সাপটিকে ধরে নিয়ে আসেন।

বিজ্ঞাপন

অজগর সাপটি অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এসএম মাহাবুব উল আলম, কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা গঙ্গা প্রসাদ চাকমাসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

অজগর কাপ্তাই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর