অপরাধ ট্রাইব্যুনালের প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান আর নেই
২৯ নভেম্বর ২০২০ ১৬:৫৭ | আপডেট: ২৯ নভেম্বর ২০২০ ১৭:০৮
ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালের প্রধান সমন্বয়ক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২৯ নভেম্বর) সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেন তিনি।
তদন্ত সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা এম সানাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গত পরশু আব্দুল হান্নান খান করোনা পজিটিভ হয়ে রাজধানী সিএমএমএইচে ভর্তি হয়েছিলেন। আজ সকালে তার অবস্থা খারাপ হয়। এরপর পৌনে ১টায় ব্রেন স্টোক করে মারা যান।’
নেত্রকোনার এই কৃতিসন্তান একাত্তরের রণাঙ্গনে মুক্তিযোদ্ধা ও সাবেক ডিআইজি ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। বেশ কিছুদিন যাবত বার্ধক্যজনিত কারণে তিনি বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক হিসেবেও তিনি সততা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।’
আন্তর্জাতিক অপরাধ আব্দুল হান্নান খান সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ