নাইজেরিয়ায় জঙ্গি হামলা, মৃত ৪০
২৯ নভেম্বর ২০২০ ১২:০৫ | আপডেট: ২৯ নভেম্বর ২০২০ ১২:৩২
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যের একটি কৃষি খামারে চালান জঙ্গি হামলায় অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। খবর রয়টার্স।
শনিবার (২৮ নভেম্বর) স্থানীয় সময় সকালে জেরে এলাকার কওয়াশেবে জামারমারিতে ঘটনাটি ঘটেছে বলে বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন গ্রাম প্রধান, স্থানীয় একজন যোদ্ধা এবং পুলিশ সূত্র।
এদিকে, জঙ্গি হামলার প্রাক্কালে খামারে কৃষকরা ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন। হামলাকারী জঙ্গিদের খোঁজে কর্তৃপক্ষ অভিযান শুরু করেছে।
তবে, এ ব্যাপারে নাইজেরিয়ার সামরিক বাহিনী বা পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, জঙ্গিগোষ্ঠী বোকো হারাম ও ইসলামিক স্টেট (আইএস) ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স উভয়েই নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে এক দশক ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তৎপরতা চালিয়ে আসছে।
অন্যদিকে, চলতি বছরের শুরুর দিকে উত্তর-পশ্চিম নাইজেরিয়ার বন্যায় হাজার হাজার হেক্টর জমির ধান নষ্ট হয়েছে, সে কারণে খাদ্যপণ্যের দাম অনেক বেড়ে গেছে। খাদ্য উৎপাদন বেশি হয়, সে রকম অঞ্চলে নিরাপত্তাহীনতা এর অন্যতম কারণ বলে দেশটির নিরাপত্তা বিশ্লেষকরা জানিয়েছেন।
ইসলামিক স্টেট (আইএস) কৃষি খামার জঙ্গি হামলা নাইজেরিয়া বোকো হারাম মৃত্যু