Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশে এইডস আক্রান্তদের অর্ধেকই চিকিৎসার বাইরে’


২৮ নভেম্বর ২০২০ ২৩:৩৮

ঢাকা: স্বাস্থ্য অধিদফতরের এইডস এসটিডি প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার মো. আক্তারুজ্জামান বলেছেন, বাংলাদেশে বর্তমানে এইচআইভি এইডস আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ১৪ হাজার। যাদের মধ্যে চিকিৎসার আওতায় এসেছে মাত্র ৭ হাজার ৩৭৪ জন।

শনিবার (২৮ নভেম্বর) ‘এইচআইভি এইডসে আক্রান্ত রোগীদের প্রতি কুসংস্কার, বৈষম্য নিরসনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক অনুষ্ঠানে এ কথা বলেন মো. আক্তারুজ্জামান।

মো. আক্তারুজ্জামান বলেন, ‘বর্তমানে বিশ্বে মোট এইডস আক্রান্ত মানুষের সংখ্যা ৩৮ মিলিয়ন। এর মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছে ১৮ মিলিয়ন। দেশে এ রোগে গত বছর মৃত্যু হয়েছে একহাজার ২৪২ জনের। আক্রান্ত রোগীর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুই হাজার ৫৭২ জন, চট্টগ্রামে দুই হাজার আট জন, সিলেট বিভাগে এক হাজার ১৯ জন রয়েছেন।’

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, ‘সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা আছে এইচআইভি এইডস ভাইরাসে আক্রান্ত মানুষের জীবনযাপন ভালো না। তাদের জীবনযাপন ইসলামিক না। এজন্য তাদের এইডস হয়েছে। তাদের দিকে প্রথমে আঙুল তুলে দেখানো হয়, সে পাপাচারে লিপ্ত ও পাপী। এ জন্য কুসংস্কার, ভ্রান্তধারণা ও বৈষম্য দূর করতে পত্রপত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়াতে ইসলামিক প্রোগ্রামগুলোতে এইচআইভি এইডস ভাইরাস সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরতে হবে‌।’

‘এইডস আক্রান্তরা পাপাচারী নয়, ভ্রান্ত ধারণা দূর করতে হবে’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমবিডিসি) ও লাইন ডাইরেক্টর টিবি-এল ও এএসপি অধ্যাপক ডা. মো. শামিউল ইসলাম। তিনি বলেন, ‘আট-দশটা ক্রনিক ডিজিজেসের মতো এইডসও একটা রোগ। এ রোগ একেবারে সেরে যাবে না। এইচআইভিতে আক্রান্ত হলে মানুষের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আমরা যে কাজটা করি, ওষুধ দিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চেষ্টা করি।’

বিজ্ঞাপন

রোগটা যাতে না ছড়ায় সেজন্য প্রতিরোধের ব্যবস্থা করা জরুরি বলে মন্তব্য করে অধ্যাপক ডা. মো. শামিউল ইসলাম বলেন, ‘বর্তমানে সারাদেশে ২৮টি এইচটি সেন্টার আছে। জিন এক্সপার্ট মেশিনে এইচআইভি ভাইরাস শনাক্তে কাজ করা হচ্ছে। মেশিনটি ইতিমধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে গেছে, তাই দ্রুত সময়ে বাকিদের শনাক্তের আওতায় আনা সম্ভব হবে।’

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অভিনয় শিল্পী মামুনুর রশীদ, আজাদ আবুল কালামসহ অন্যরা।

১৪ হাজার আক্রান্ত রোগী এইচআইভি এইডস এইডস টপ নিউজ স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর