Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পতনোন্মুখ সরকারকে ধাক্কা দিলেই পড়ে যাবে: জাফরুল্লাহ


২৮ নভেম্বর ২০২০ ২১:২৫ | আপডেট: ২৮ নভেম্বর ২০২০ ২১:৪১

ঢাকা: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বলেছেন, সরকার দেউলিয়া হয়ে গেছে। এদের অবস্থা পতনোম্মুখ। এদেরকে একটু জোরে ধাক্কা দিলেই এরা পড়ে যাবে।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদ এ অনুষ্ঠান আয়োজন করে।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমাদের মিলিত সংগ্রাম যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে ১৫ দিনের মধ্যে সরকার পালানোর পথ খুঁজবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জোরালো লড়াই করতে হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে যখন আগুন জ্বলছে তখন প্রধানমন্ত্রী পাকিস্তানি পোশাক পরে মাছ ধরে বেড়াচ্ছেন। আমাদের জনগণের সরকার যদি গঠন করা হয় তাহলে সকলের কাছে অর্ধেক মূল্যে শিক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। প্রতিষ্ঠা হবে মানবাধিকার।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘একটা নির্বাচনকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে এই সরকারকে পদত্যাগ করতে হবে। নির্বাচন দিতে হবে। এদের পায়ের তলার মাটি খসে যাচ্ছে। এরা ত্রাস সৃষ্টি করে, ভয় দেখায়। আসলে এরা নিজেরাই ভয়ে আছে। একদিন জনগণ এই সরকারকে বিচারের আওতায় আনবে।’

তিনি বলেন, ‘জনগণের নতুন উপলব্ধি বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবে। আর এই অঞ্চলের সমস্ত সংগ্রামের প্রতিনিধি মজলুম জননেতা, উপমহাদেশের অবিসংবাদিত নেতা মওলানা ভাসানী আমাদের সে সংগ্রামের দিশা। আজকের সমাবেশের এ চারটি সংগঠনের ঐক্য ফ্যাসিবাদকে উচ্ছেদ করে নতুন বাংলাদেশ গড়বে।’

বিজ্ঞাপন

রাষ্ট্রচিন্তার সদস্য ও বাংলাদেশ সুপ্রিমকোর্টের বিশিষ্ট আইনজীবী হাসনাত কাউয়ূম বলেন, ‘সরকার মানুষকে বিভক্ত করছে। এরা বিভাজনের রাজনীতি করছে। ধর্ম সম্প্রদায়, আস্তিক-নাস্তিক, মুক্তিযুদ্ধের সংকীর্ণ ব্যাখ্যা দিয়ে বিভাজন করছে। আমরা সবাইকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার শপথে ঐক্যবদ্ধ আন্দোলন শুরু করলাম।’

ডাকসুর সদ্য বিদায়ী ভিপি নুরুল হক নুর বলেন, ‘আমরা কোটা আন্দোলনে জয়লাভ করেছি, আমরা নিরাপদ সড়ক আন্দোলনে ছিলাম, এখন আমাদের রাষ্ট্রীয় সংস্কার করতে হবে।’

তিনি বলেন, ‘সরকার সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে। এরা এমনভাবে খেলছে যে, এরা বরের ঘরের মাসি কনের ঘরের পিসি। সরকার ভয়ংকর খেলা খেলছে। সরকার দিল্লির দাসত্ব করেই ক্ষমতায় আছে। আর সরকার সাম্পদায়িক শক্তির সঙ্গে নতুন নতুন আঁতাত করছে।’

ডা. জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখতার, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঈয়া, ভাসানী পরিষদের নেতা ইউনুস মৃধা, রাষ্ট্রচিন্তার সদস্য দিদারুল ইসলাম ভূইয়া, যুব অধিকার পরিষদের আহবায়ক মো. আতাউল্লাহ, ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক রাশেদ খান, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ। ভাসানী পরিষদের মহাসচিব রফিকুল ইসলাম বাবলু লিখিত বক্তব্য পাঠ করেন।

আবদুল হামিদ খান ভাসানী গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী টপ নিউজ ভাসানী অনুসারী পরিষদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর