২৫ পৌরসভায় আ.লীগের মেয়র প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত
২৮ নভেম্বর ২০২০ ১৮:৪১ | আপডেট: ২৮ নভেম্বর ২০২০ ২০:৪২
ঢাকা: ২৫টি পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের মনোনয়ন তালিকা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। শনিবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে তিনটায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় দলের প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করে দলটি।
এরপর দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।
পৌরসভা নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থীরা হলেন- পঞ্চগড় পৌরসভা জাকিয়া খাতুন; ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভা কশিরুল আলম, দিনাজপুর ফুলবাড়িতে খাজা মঈন উদ্দীন, রংপুরের বদরগঞ্জে আহসানুল হক চৌধুরী, কুড়িগ্রাম পৌরসভা কাজিউল ইসলাম, রাজশাহীর পুঠিয়া পৌরসভা রবিউল ইসলাম, কাটাখালি পৌরসভায় আব্বাস আলী, সিরাজগঞ্জের শাহজাদপুরে মনির আক্তার খান তরু লোদী, পাবনা চাটমোহর সাখাওয়াত হোসেন।
কুষ্টিয়ার খোকসা পৌরসভায় আল-মাসুম মুর্শেদ, খুলনার দাকোপ-চানলায় সনৎ কুমার বিশ্বাস, চুয়াডাঙ্গায় রিয়াজুল ইসলাম জোয়াদ্দার, বরগুনার বেতাগী পৌরসভা এ বি এম গোলাম কবির, পটুয়াখালীরে কুয়াকাটা আ. বারেক মোল্লা, বরিশালের উজিরপুরে গিয়াস উদ্দিন বেপারী, বাকেরগঞ্জে লোকমান হোসেন ডাকুয়া।
মানিকগঞ্জে রমজান আলী, ঢাকার ধামরাইয়ে গোলাম কবির, গাজীপুরের শ্রীপুরে আনিসুর রহমান, ময়মনসিংহ গফরগাঁওয়ে এস এম ইকবাল হোসেন সুমন, নেত্রকোনার মদনে আব্দুল হান্নান তালুকদার, সুনামগঞ্জের দিরাইয়ে বিশ্বজিৎ রায়, মৌলভীবাজারের বড়লেখায় আবুল ইমাম আহমদ কামরান চৌধুরী, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় মাসুদউজ্জামান মাসুক ও চট্টগ্রামে সীতাকুণ্ড বদিউল আলম।
সভায় মনোনয়ন বোর্ডের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, কাজী জাফরউল্লাহ, বি. কর্নেল (অব.) ফারুক খান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ।