গাইবান্ধার তুলসীঘাটে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু, আহত ৬
২৮ নভেম্বর ২০২০ ১৫:২৩
গাইবান্ধা: গাইবান্ধার তুলসীঘাটে সড়ক দুর্ঘটনায় দুইজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৬ জন। শনিবার (২৮ নভেম্বর) সকালে সদর উপজেলার তুলসীঘাট এলাকায় পিকআপ ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেয়ার পর আরেকজনের মৃত্যু হয়।
এ ঘটনায় আরো ৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে নিয়ে আসা নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।