Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরমাণু বিজ্ঞানী হত্যার কঠিন বদলা নেবে তেহরান


২৮ নভেম্বর ২০২০ ১৪:৩২

ঢাকা: ইরানের শীর্ষস্থানীয় পদার্থবিজ্ঞানী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সংস্থার চেয়ারম্যান মোহসেন ফাখরিজাদেহ (৫৯) হত্যার কঠিন বদলা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি শুক্রবার (২৭ নভেম্বর) রাতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

মোহাম্মাদ বাকেরির ভাষ্য প্রতিরক্ষাখাতে ইরানের সম্ভাবনাকে নষ্ট করে দিতে সাম্রাজ্যশক্তি ও ইসরায়েলের ভাড়াটে সন্ত্রাসীরা ওই বিজ্ঞানীকে নির্মমভাবে হত্যা করেছে।

বিজ্ঞাপন

এ বিশিষ্ট পদার্থবিজ্ঞানীর হত্যাকাণ্ডকে ইরানের প্রতিরক্ষা খাতের জন্য বড় রকমের ক্ষতি হিসেবে উল্লেখ করেন দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি।

তিনি বলেন, ‘মোহসেন ফাখরিজাদেহ এর মৃত্যু ইরানের প্রতিরক্ষাখাতের জন্য বড় রকমের ক্ষতি। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে তার অবদান অনেক।’

ইরানের উদ্ভাবন বিষয়ক সংস্থার চেয়ারম্যান মোহসেন ফাখরিজাদে শুক্রবার সন্ধ্যায় তেহরানে এক সন্ত্রাসী হামলায় নিহত হন। তার গাড়ি লক্ষ্য শুক্রবার হামলা চালানো হয়। পরে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

২০১০ সাল থেকে ২০১২ সালের মধ্যে ইরানের চার পরমাণু বিজ্ঞানী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ইরানের দাবি এসব হত্যাকাণ্ডে ইসরায়েলের হাত রয়েছে।

ইরান টপ নিউজ পদার্থ বিজ্ঞানী পরমাণু বিজ্ঞানী সশস্ত্র হামলা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর