Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেরপুরে ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার


২৮ নভেম্বর ২০২০ ১৩:৩১

শেরপুর: শেরপুরের শ্রীবরদী থেকে নিখোঁজের চারদিন পর ডোবা থেকে ইটভাটার পাহারাদার সোহেল ওরফে বাবুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার নয়ানী শ্রীবরদীর একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বাবু ওই এলাকার গোলাম হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাবু স্থানীয় জালাল ইটভাটা পাহারাদারের চাকরি করতেন। গত ২৪ নভেম্বর বাবু ওই ইটভাটা থেকে নিখোঁজ হয়। নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে অনেক খুঁজলেও করলেও তাকে পাওয়া যায়নি। এক পর্যায়ে নিখোঁজের চারদিন পর বাড়ির পাশে একটি ডোবায় বাবুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রহুল আমিন তালুকদার বলেন, বাবুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।

শেরপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর