চাহিদা কমেছে মাটির তৈজসপত্রের: দাম পাচ্ছেন না নেত্রকোনার কুমাররা
২৮ নভেম্বর ২০২০ ১২:৩৩ | আপডেট: ২৮ নভেম্বর ২০২০ ১২:৩৮
নেত্রকোনা: আদিকাল থেকেই মাটির তৈরি তৈজসপত্রের জন্য নেত্রকোনা বিখ্যাত। এই জেলায় তৈরি মাটির জিনিসের দেশের বিভিন্ন বাজারে যায়। শুধু তাই নয়, মাটির শিল্পের সঙ্গে জড়িয়ে আছে নেত্রকোনার বহু মানুষের রোজগারের পথ। তবে মাটির তৈরি তৈজসপত্রের চাহিদা ও দাম কমে যাওয়ায় ভালো নেই জেলার কুমাররা।
কুমারদের জানান, দিনরাত অক্লান্ত পরিশ্রমে মাটি দিয়ে তৈরি করছেন নানা জিনিস। অথচ তাদের আজ হাড়িতে চাল নেই। পরিবার নিয়ে অনাহারে কাটছে বছরের বেশিরভাগ দিন। তবু টিকিয়ে রেখেছে মাটির শিল্প। সৃষ্টিশীল এসব কাজ সংস্কৃতির বিচারে বিশেষ গুরুত্বপূর্ণ। দরিদ্রতা ও অসহায়ত্ব বিবেচনায় রেখে সরকার অনেক গরীবকে সহায়তা দিলেও মাটির শিল্পকে বাঁচাতে কুমারদের কোন সহায়তা দেওয়া হয় না বলে অভিযোগ তাদের।
বারহাটটার পালপাড়ার সুুুুসীল পাল জানান, এ শিল্পের কাজে জীবন উৎসর্গ করলেও মূল্যায়ন পায়নি কোনদিন। অনেকে জীবন বাঁচানোর তাগিদে বেছে নিয়েছে অন্য পেশা। শুধু জীবনের ঘানি টানার দৃষ্টিতে দেখছে সকলেই। প্রযুক্তিগতভাবে মাটি শিল্পকে উন্নত করার চিন্তা তেমন নেই।