Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক কর্মকর্তা পাঁচ পদে, একই কর্মস্থলে ১৫ বছর


২৭ নভেম্বর ২০২০ ২০:৫৯

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জের অধিক বীজ উৎপাদন কেন্দ্রের উপ-সহকারী পরিচালক মো. জসিউর রহমান। অবিশ্বাস হলেও সত্য মো. জসিউর রহমান নিজের পদ ছাড়াও ওই অফিসের প্রসেসিং বিভাগ, ব্লক সুপারভাইজার, হিসাবরক্ষক, গুদামরক্ষক এবং স্টেশনারি বিভাগের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।

এক বা দুই নয়, দীর্ঘ ১৫ বছর ধরে একই ব্যাক্তি এই পাঁচ পদে কর্মরত। এ নিয়ে অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

বিজ্ঞাপন

জানা যায়, উপ-সহকারী পরিচালক হিসেবে জসিউর রহমান ২০০৫ সালে ৭ জুন শিবগঞ্জ অধিক বীজ উৎপাদন কেন্দ্রে উপ-সহকারী পরিচালক পদে যোগ দেন। নিজ জেলায় চাকরি করার নিয়ম না থাকলেও একই জায়গায় বহাল তবিয়তে ১৫ বছর চাকরি করে যাচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কার্যালয়ের এক কর্মচারী বলেন, ‘দুর্নীতি দমন কমিশনের পক্ষে থেকে তদন্ত করলে জসিউর রহমানের রাতারাতি শহরে বিলাশবহুল বাড়ি, গাড়িসহ সম্পদের প্রকৃত তথ্য বেরিয়ে আসবে।’

তবে সব অভিযোগ অস্বীকার করেছেন জসিউর রহমান। তিনি বলেন, ‘আমার বদলি হয়েছে। আগামী রোববার গোবিন্দগঞ্জে গিয়ে যোগদান করবো।’

অধিক বীজ অধিক বীজ উৎপাদন কেন্দ্র ঠাকুরগাঁও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর