Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মা পাড়ে ইলিশ উৎসব


২৭ নভেম্বর ২০২০ ২০:০২ | আপডেট: ২৭ নভেম্বর ২০২০ ২০:০৫

মুন্সীগঞ্জ: জেলার লৌহজং উপজেলার পদ্মা পাড়ের শিমুলিয়া ঘাট এলাকায় ইলিশ উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রজন্ম বিক্রমপুরের আয়োজনে শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় এ উৎসবের উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করে ব্যাংক এশিয়া লিমিটেড। দিনব্যাপী অনুষ্ঠানে ৫০টি স্টলে ইলিশ বেচা-কেনা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-২ আসনের সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলি। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সাংসদ মৃনাল কান্তি দাস, সাবেক এমপি সানজিদা আক্তার, জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার, জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন।

মুন্সীগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও আয়োজক কমিটির আহ্বায়ক মীর নাছির উদ্দিন উজ্জলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, শ্রীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, সিরাজদখান উপজেলা ভাইস চেয়ারম্যান তাহামিনা আক্তার তুহিন, আয়োজক কমিটির সদস্য সচিব ব্যারিস্টার গোলাম কিবরিয়া শিমুল, বলরাম বাহাদুর, ড. সাইদুল ইসলাম খান, মৃধা হালিম, আনোয়ার হোসেন, তাজুল ইসলাম পিন্টু, তাপস দাস, তপন রাজবংশীসহ অন্যরা।

ইলিশ উৎসব উদ্বোধন শিমুলিয়া ঘাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর