Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনার হত্যা মামলার আসামি গাজীপুর থেকে গ্রেফতার


২৭ নভেম্বর ২০২০ ১৮:৪৩

নেত্রকোনা: জেলার পূর্বধলায় হত্যা মামলার আসামি মোহাম্মদ আলীকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোররাতে গাজীপুরের গাছা থানা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. মোনাহার হোসেন জানান, গোপন তথ্যে সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার ভোরে গাজীপুরের গাছা থানা এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত ওই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, চলতি বছরের গত ১১ অক্টোবর সকালে নেত্রকোনার পূর্বধলায় বাঁশ কাটাকে কেন্দ্র করে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পাইকউড়া গ্রামের মৃত ফজর আলীর ছেলে ইমান আলীকে (৬০) কুপিয়ে হত্যা করে তারই সহোদর আমজাদ আলী (৫৫), আহাম্মদ আলী (৪০) ও মোহাম্মদ আলী (৫০)।

এ ঘটনায় নিহতের ছেলে এনাম মিয়া বাদী হয়ে ৭জনকে আসামী করে পূর্বধলা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, শুক্রবার সকালে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার পুলিশ হত্যা মামলার আসামি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর