Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক সেনা সদস্যের বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার


২৭ নভেম্বর ২০২০ ১৭:১৪

বরিশাল: ঝালকাঠির রাজাপুর উপজেলার আদর্শপাড়া এলাকা থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের পাশের ওই এলাকার জাহাঙ্গীর হোসেন নামের অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়ির প্রবেশ পথে মরদেহটি পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেয়।

পুলিশ এসে ওই ব্যক্তির পকেট থেকে একটি জাতীয় পরিচয়পত্রসহ বেশকিছু কাগজপত্র উদ্ধার করে। তাতে নাম লেখা রয়েছে; মোহাম্মদ আজিজুল হক (৪৫), পিতা-মোহাম্মদ আবুল কালাম আজাদ, মাতা-দেলোয়ারা আজাদ এবং ঠিকানা এলিফ্যান্ট রোড, ঢাকা। ঘটনার পর থেকে বাড়ির মালিক জাহাঙ্গীর পলাতক রয়েছেন।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, সকালে ছাদ থেকে নিচে পড়ে যাওয়ার শব্দ পেয়ে নিচে এসে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। হয়তো তাকে মেরে ফেলে দেওয়া হয়েছে বা তিনি আত্মহত্যা করেছেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ওই ব্যক্তি ভবনের ছাদ থেকে তিনি নিচে পড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা তদন্তে বেরিয়ে আসবে।

বরিশাল মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর