Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৭ মামলায় সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার


২৭ নভেম্বর ২০২০ ১৬:৩০

সিরাজগঞ্জ: নাশকতা ও সরকারি কাজে বাধা প্রদানসহ ১৭টি মামলায় সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়েসকে গ্রেফতার করেছে কামারখন্দ থানা পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে কামারখন্দ থানার সেকেন্ড অফিসার সাইফুল ইসলামের নেতৃত্বে কামারখন্দ থানা পুলিশের একটি বিশেষ দল ঢাকার মোহাম্মদপুরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে।

আব্দুল্লাহ আল কায়েস সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদকের পাশাপাশি তিনি সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।

কামারখন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতার হওয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়েসের বিরুদ্ধে সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া নাশকতা ও সরকারি কাজে বাধা প্রদানসহ ১৭টি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে ঢাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

সিরাজগঞ্জ সেচ্ছাসেবক দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর