নাট্যজন আলী যাকেরের মৃত্যুতে বস্ত্র ও পাটমন্ত্রীর শোক
২৭ নভেম্বর ২০২০ ১১:৪৫ | আপডেট: ২৭ নভেম্বর ২০২০ ১৫:০০
ঢাকা: বরেণ্য নাট্যজন, একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) এক শোকবার্তায় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এই শোক জানান। এদিন ভোর ৬টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আলী যাকের।
আরও পড়ুন- সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকেরের জীবনাবসান
শোকবার্তায় বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে একজন অনুসরণীয় ব্যক্তিত্ব আলী যাকের। নিজের অভিনয় দিয়ে তিনি সবার মন জয় করেছেন। সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে প্রগতিশীল সব আন্দোলনে সবসময় যুক্ত থেকেছেন। মুক্তিযুদ্ধ জাদুঘরের কাজ এগিয়ে নিয়ে যেতে তার ভূমিকা প্রশংসনীয়।
আলী যাকেরের মৃত্যুকে দেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি উল্লেখ করে গোলাম দস্তগীর গাজী নিজের ও নারায়ণগঞ্জে জেলার জনগণের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
আলী যাকেরের মৃত্যুতে আরও শোক জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শোকবার্তায় ওবায়দুল কাদের বলেন, আলী যাকের বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। ছোটপর্দা ও মঞ্চে তিনি সমানভাবে জনপ্রিয় ছিলেন। দেশের সাংস্কৃতিক অঙ্গনে এ কীর্তিমান পুরুষের অনবদ্য অবদানের কথা জনগণ চিরকাল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে। তিনি আলী যাকেরের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র আলী যাকেরের মৃত্যু দেশের সাংস্কৃতিক জগতের অপূরণীয় ক্ষতি। মহান মুক্তিযুদ্ধ ও সাংস্কৃতিক আন্দোলনে অগ্রণী ভূমিকার জন্য তিনি দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবেন।
আলী যাকেরের মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। শোকবার্তায় তিনি বলেন, আলী যাকের বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের এক মহান ব্যক্তিত্ব। তিনি ছিলেন টেলিভিশন ও মঞ্চ নাটকে সমান জনপ্রিয়। একইসঙ্গে তিনি ছিলেন দেশীয় বিজ্ঞাপনশিল্পের একজন পুরোধা ব্যক্তিত্ব। জনপ্রিয় এই নাট্যাভিনেতার মৃত্যুতে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি হলো।
আলী যাকের আলী যাকেরের মৃত্যু ওবায়দুল কাদের গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বস্ত্র ও পাটমন্ত্রী মেয়র আতিকুল ইসলাম শ ম রেজাউল করিম শোক শোকবার্তা