ফতুল্লার মুসলিমনগরে আগুনে পুড়লো ৩৪টি বসতঘর
২৭ নভেম্বর ২০২০ ১১:২০ | আপডেট: ২৭ নভেম্বর ২০২০ ১২:৫০
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার মুসলিমনগর এলাকায় আগুনে পুড়েছে ৩৪টি বসতঘর। তবে আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। মুসলিমনগরের ওই এলাকাটিতে মূলত পোশাক শ্রমিকরা বসবাস করে থাকেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ওই এলাকায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে কাজ শুরু করে। আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণেও চলে আসে। তবে এরই মধ্যে পুড়ে যায় ৩৪টি বসতঘর।
স্থানীয়রা বলছেন, রাতে হঠাৎ একটি ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মূহূর্তের মধ্যে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়তে থাকে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভাতে শুরু করলে স্থানীয়রাও সহযোগিতা করেন আগুন নেভাতে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি। কোনো হতাহতের খবর নেই বলেও জানান তিনি।