দারাজ ইলেভেন ইলেভেন ক্যাম্পেইনের সমাপনী অনুষ্ঠিত
২৬ নভেম্বর ২০২০ ২২:০৫ | আপডেট: ২৬ নভেম্বর ২০২০ ২২:২১
ঢাকা: দেশের অন্যতম বৃহৎ অনলাইন মার্কেটপ্লেস ও আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠান দারাজ সফলতার সঙ্গে উদযাপন করেছে বিশ্বের সবচেয়ে বড় সেল ক্যাম্পেইন ইলেভেন ইলেভেন। এই ক্যাম্পেইনের সমাপনী ‘এমব্রেস দ্য সাকসেস’ শীর্ষক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে এ বছরের এগারো এগারো যাত্রা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে (বিআইসিসি) দিনব্যপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ক্যাম্পেইন আনুষ্ঠানিকভাবে শেষ হয়।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ক্যাম্পেইন চলাকালীন দারাজ গ্রাহকদের জন্য ছিল নানা ধরনের গেম ও কনটেস্টের মাধ্যমে পুরস্কার জিতে নেওয়ার সুযোগ। বিভিন্ন সেগমেন্টের কনটেস্ট বিজয়ীদের উপস্থিতিতে আয়োজিত হয় ১১.১১ পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ১ টাকা গেম, শেক শেক, আরজে কনটেস্ট, মেইক আ ইউশ, গেজ অ্যান্ড গেট ইট ফ্রি, ফেসবুক লাইভ এবং স্পিন দ্য হুইলের বিজয়ীরা এতে অংশ নেন।
৬৩ জন বিজয়ীকে নিয়ে অনুষ্ঠানটির প্রথম অংশ শুরু হয় বিকেল ৩টায়, শেষ হয় বিকেল ৫টায়। ইলেভেন ইলেভেন ক্যাম্পেইনের কো-স্পন্সর, ইভেন্ট পার্টনার, ব্র্যান্ড পার্টনার ও মিডিয়া পার্টনারদের নিয়ে অনুষ্ঠানের দ্বিতীয় অংশটি শুরু হয় সন্ধ্যা ৭টায়।
ইলেভেন ইলেভেন ক্যাম্পেইনের অন্যতম বড় আকর্ষণ ১ টাকা গেমের প্রথম তিন জন বিজয়ী পেয়েছেন গাড়ি ও বাইকসহ মূল্যবান পুরস্কার। এর মধ্যে টয়োটা অ্যাকুয়া হাইব্রিড গাড়িটি পেয়েছেন নোয়াখালীর জাহিদুল ইসলাম, এ কে এস বাপ্পি পেয়েছেন (কিওয়ে আরকে ভি রেড) ১৫০ সিসি মোটরবাইক এবং নাজমুল ইসলাম পেয়েছেন (কিওয়ে আরকে ভি হোয়াইট) ১৫০ সিসি মোটরবাইক। এছাড়াও বাকি বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় টিভি, স্মার্টফোন, ট্যুর প্যাকেজ, ল্যাপটপ, ওয়াশিং মেশিন ইত্যাদি।
এগারো এগারো ক্যাম্পেইন প্রচারকালীন গুগল প্লেস্টোরে এক নম্বর অ্যাপ হিসেবে স্থান করে নিয়েছিল দারাজ। এ বছরের ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হলো বৈশ্বিক মহামারির মধ্যে। জাতীয় অর্থনীতির সবচেয়ে কঠিন মুহূর্তেও দারাজের অর্জনগুলো প্রশংসনীয়।
এছাড়াও, ২৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে দারাজের আরেকটি জনপ্রিয় ক্যাম্পেইন ফাটাফাটি ফ্রাইডে, যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। এই সেলস ইভেন্টে রয়েছে বিশাল ডিসকাউন্টে অসংখ্য পণ্য, নানা ধরণের ভাউচার, ফ্ল্যাশ সেলসহ আরও অনেক আকর্ষণীয় অফার। এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া ফেসবুক লাইভের মাধ্যমে ফাটাফাটি ফ্রাইডে ক্যাম্পেইনের উদ্বোধন ঘোষণা করেন।
ইলেভেন ইলেভেন ক্যাম্পেইন এগারো এগারো ক্যাম্পেইন দারাজ মার্কেটপ্লেস