Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক স্থগিত


২৬ নভেম্বর ২০২০ ১৯:৪৬

ঢাকা: বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক স্থগিত করা হয়েছে। আগামী মাস অর্থাৎ ডিসেম্বরে দু’দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে বৈঠকের প্রস্তুতি হিসেবে চলতি মাসের ২৯ নভেম্বর এই বৈঠক হওয়ার কথা ছিলো।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার (২৫ নভেম্বর) এক চিঠির মাধ্যমে ভারতের পক্ষ থেকে বৈঠক স্থগিতের বিষয়টি জানিয়েছে। যদিও বৈঠকের জন্য বাংলাদেশ প্রস্তুতি নিয়ে রেখেছিলো।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আগামী ১৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ভার্চুয়াল বৈঠকের আগে সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। এর মধ্যেই ভারতের পক্ষ থেকে বৈঠক স্থগিতের বিষয়টি জানানো হয়।

তবে ঢাকায় ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেছে। এছাড়া দু’দেশের মধ্যে সব ধরনের যোগাযোগও অব্যাহত রয়েছে বলেও জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা।

টপ নিউজ প্রধানমন্ত্রী পর্যায়ে বৈঠক বৈঠক বৈঠক স্থগিত স্বরাষ্ট্র সচিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর