যমুনা ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্টের চেয়ারম্যান সিরাজুল ইসলাম
২৬ নভেম্বর ২০২০ ১৮:১৩ | আপডেট: ২৬ নভেম্বর ২০২০ ১৮:১৭
ঢাকা: বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. সিরাজুল ইসলাম ভরসা যমুনা ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
কোম্পানির পরিচালনা পর্ষদের ৬০তম সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য তাকে চেয়ারম্যান পদে নির্বাচিত করা হয়। যমুনা ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিডেট, যমুনা ব্যাংক লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
উল্লেখ্য, মো. সিরাজুল ইসলাম ভরসা যমুনা ব্যাংকের একজন সফল পরিচালক এবং সাবেক চেয়ারম্যান। ব্যবসায়ী হিসেবে তিনি সিরাজ-ভরসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং ওয়ারি গোল্ডেন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সের একজন পরিচালক। তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত এবং ইন্টারন্যাশনাল বিজনেস অব বাংলাদেশের একজন পরিচালক।
চেয়ারম্যান নির্বাচিত যমুনা ব্যাংক যমুনা ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট