ঢাকা কাস্টম হাউজে আগুন, দগ্ধ অন্তত ৪
২৬ নভেম্বর ২০২০ ১৬:৪৩ | আপডেট: ২৬ নভেম্বর ২০২০ ১৮:০১
ঢাকা: রাজধানীর বিমানবন্দরে ঢাকা কাস্টম হাউজ ভবনের একটি রুমে আগুনে অন্তত ৪ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের হাসপাতালে পাঠানো হয়েছে বলে কাস্টম সূত্র জানিয়েছে।
ঢাকা কাস্টম হাউজের কমিশনার মোয়াজ্জেম হোসেন জানান, তিন তলায় একটি রুমে রঙের কাজ চলছিল। শ্রমিকরা থিনার মিশিয়ে রঙের কাজ করছিল। থিনার থেকে আগুন রুমে ছড়ায়।
কীভাবে আগুন লাগলো তা জানা যায়নি। তবে কাস্টম কমিশনার জানান, একজন দগ্ধ হয়েছে।
সরেজমিনে থাকা সারাবাংলার প্রতিবেদক জানান, অন্তত ৩-৪ জন আহত ও দগ্ধ হয়েছেন। তাদের কাস্টমের গাড়িতেই হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। তাদের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছেন।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, আগুন লাগার খবর পেয়েছিলাম। ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়ার আগেই জানানো হয়, আগুন নিভে গেছে।