‘তথ্যপ্রযুক্তির ব্যবহারে বাংলাদেশ বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত’
২৫ নভেম্বর ২০২০ ২২:৪১ | আপডেট: ২৬ নভেম্বর ২০২০ ১০:১১
ঢাকা: তথ্যপ্রযুক্তির ব্যবহারে বাংলাদেশ বিশ্বের অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
বুধবার (২৫ নভেম্বর) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজিত ‘ডিজিটাল নিরাপত্তায় মেয়েদের সচেতনতা’ শীর্ষক ওয়েবিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা, কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহারে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে সরকারের অন্যতম রূপকল্প ডিজিটাল বাংলাদেশের সফল বাস্তবায়ন ঘটেছে। ফলে করোনাকালেও আমাদের কর্মকাণ্ড থেমে থাকেনি। সারাবিশ্ব যখন করোনার প্রভাব মোকাবিলায় হিমশিম খাচ্ছে, তখন আমরা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কার্যক্রম অব্যাহত রেখেছি।
ফরহাদ হোসেন বলেন, সারা পৃথিবীতে তথ্যপ্রযুক্তির ব্যবহার ভবিষ্যতে আরও বাড়বে। তাই এখন থেকেই এ বিষয়ে দক্ষ জনশক্তি গড়ার প্রতি নজর দিতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ল্যাবগুলোকে আরও সমৃদ্ধ করতে হবে, যেন শিক্ষার্থীরা হাতে-কলমে জ্ঞান অর্জন করতে পারে।
প্রতিমন্ত্রী আরও বলেন, তথ্যপ্রযুক্তির সফলতার পাশাপাশি কিছু চ্যালেঞ্জও রয়েছে। প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন সাইবার অপরাধ সংগঠিত হচ্ছে। এসব সাইবার অপরাধের যারা শিকার হচ্ছেন, তাদের অধিকাংশই কিশোরী। তাই এ বিষয়ে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের মধ্যেও সচেতনতা বাড়াতে হবে।
ইলেকট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট প্রদান কারী কর্তৃপক্ষের নিয়ন্ত্রক আবু সাঈদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাইবার অপরাধ ও নিরাপত্তার উপ-নিয়ন্ত্রক হাসিনা বেগম।
প্রতিমন্ত্রী এরপর মেহেরপুর জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতর আয়োজিত ২০২০-২১ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন।
মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার খাঁ স্বাগত বক্তব্য রাখেন।