কিংবদন্তির প্রয়াণে স্তব্ধ ফুটবল বিশ্ব
২৬ নভেম্বর ২০২০ ০০:৩৭ | আপডেট: ২৬ নভেম্বর ২০২০ ১৮:৩৯
এ এক অমোঘ সত্য। দিয়াগো ম্যারাডোনা আর নেই। আর্জেন্টাইন ফুটবলকে যিনি তুলে নিয়ে গিয়েছিলেন অনন্য উচ্চতায়, সেই মহানায়কের জীবনাবসান ঘটেছে। কেবল আর্জেন্টিনা তো নয়, বাম পায়ের জাদুতে তো তিনি মুগ্ধ করে রেখেছিলেন গোটা বিশ্বকেই। বিশ্বজোড়া তাই অগণিত ভক্তের চোখে আজ অশ্রুর ধারা। কেবল ভক্ত কেন, গোটা বিশ্ব ফুটবল অঙ্গনই শোকে মূহ্যমান। স্বজন হারানোর বেদনায় পাণ্ডুর। অনলাইন তাই ছেয়ে গেছে শোকের বার্তায়।
বুধবার (২৫ নভেম্বর) হার্ট অ্যাটাকের শিকার হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ম্যারাডোনা। সপ্তাহ দুয়েক আগেও হাসপাতালে ভর্তি ছিলেন। মস্তিষ্কে রক্তক্ষরণ ছিল। সে যাত্রায় চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন। কে জানত, সপ্তাহ দুয়েকের মধ্যেই সবকিছুর ঊর্ধ্বে চলে যাবেন তিনি।
আরও পড়ুন-
- ‘ফুটবলের ঈশ্বর’ ম্যারাডোনা আর নেই
- একদিন আকাশের ওপারে একসঙ্গে ফুটবল খেলব— ম্যারাডোনার মৃত্যুতে পেলে
- ‘ম্যারাডোনা ফুটবলপ্রেমীদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবেন’
ম্যারাডোনা পরবর্তী সময়ে আর্জেন্টিনার সবচেয়ে সফল এবং তর্কসাপেক্ষে বর্তমান বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসি। ‘গুরু’র প্রয়াণে টুইটে তিনি লিখেছেন, ‘আর্জেন্টিনা ও ফুটবলের জন্য একটি বেদনাবিধুর দিন। তিনি আমাদের ছেড়ে গেলেন, তবে ছেড়ে যাননিও। কারণ দিয়াগো শাশ্বত। তার সঙ্গে যে মধুর সময়গুলো কাটিয়েছি, সেগুলো সারাজীবন আমার স্মৃতিতে জাগরুক হয়ে থাকবে।’ ম্যারাডোনার পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন মেসি।
বর্তমান সময়ের আরেক সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদোও ম্যারাডোনার মৃত্যুতে ব্যথিত হয়েছেন। রোনালদো টুইট করে জানিয়েছেন, ‘আজ আমি আমার খুবই ঘনিষ্ঠ বন্ধুকে বিদায় জানাচ্ছি এবং গোটা বিশ্ব বিদায় জানাচ্ছে ফুটবল ঈশ্বরকে। তিনি সর্বকালের সেরা একজন। এক অতুলনীয় জাদুকর। তিনি খুব তাড়াতাড়িই আমাদের ছেড়ে চলে গেলেন। তার শূন্যস্থান কখনোই পূরণ হবে না। তোমাকে কখনোই ভুলব না।’
Hoje despeço-me de um amigo e o Mundo despede-se de um génio eterno. Um dos melhores de todos os tempos. Um mágico inigualável. Parte demasiado cedo, mas deixa um legado sem limites e um vazio que jamais será preenchido. Descansa em paz, craque. Nunca serás esquecido.🙏🏽 pic.twitter.com/WTS21uxmdL
— Cristiano Ronaldo (@Cristiano) November 25, 2020
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, ‘আজকে একটি অত্যন্ত দুঃখের দিন। আমাদের দিয়াগো আমাদের ছেড়ে চলে গেছেন। যারা তাকে ভালোবেসেছিল তাদের হৃদয়ের স্পন্দন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। শান্তিতে ঘুমাও প্রিয় দিয়াগো। আমরা তোমাকে ভালোবাসি।’
🗣️ FIFA President Gianni Infantino: “Today is an unbelievably sad day. Our Diego left us. Our hearts – of all of us who loved him for how he was, and for what he represented – have stopped beating for a moment. Rest in peace, dear Diego. We love you.”
👉 https://t.co/1cSG5AjO4E pic.twitter.com/aeSomVvm5T
— FIFA (@FIFAcom) November 25, 2020
যে ক্লাবে খেলে নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন ম্যারাডোনা, সেই নাপোলিতে আজ শোকের ছায়া নেমে এসেছে। যার স্মরণে চিরতরে নিজেদের ১০ নম্বর জার্সি তুলে রেখেছে, সেই ক্লাবই আজ ম্যারাডোনার মৃত্যুতে স্তব্ধ হয়ে গেছে। এক বার্তায় নাপোলি জানায়, ‘আমরা জানি সকলে আমাদের কথার দিকে তাকিয়ে আছেন। কিন্তু এমন সময়ে আমরা কিছুই ভাষায় প্রকাশ করতে পারছি না। এখন কান্নার সময়, পরে কথা বলার অনেক সময় আসবে।’
Tutti si aspettano le nostre parole. Ma quali parole possiamo usare per un dolore come quello che stiamo vivendo? Ora è il momento delle lacrime. Poi ci sarà il momento delle parole.
Diego 💙 pic.twitter.com/mjwhrSczPG— Official SSC Napoli (@sscnapoli) November 25, 2020
কিংবদন্তির আরেক সাবেক ক্লাব বার্সেলোনা এক বার্তায় জানিয়েছে, ‘বার্সেলোনার খেলোয়াড় (১৯৮২-৮৪) এবং বিশ্ব ফুটবলের কিংবদন্তি দিয়াগো আরমান্ডো ম্যারাডোনার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করেছে। শান্তিতে থাকুন ঘুমান দিয়াগো।’
Thank you for everything, Diego pic.twitter.com/bJ9l3ixY7A
— FC Barcelona (@FCBarcelona) November 25, 2020
কেবল ফুটবলেই নয় ম্যারাডোনা দাগ কেটেছিলেন ক্রিকেট বিশ্বের সব বড় তারকার মনেও। ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচিন টেন্ডুলকারও ‘ফুটবল ঈশ্বরে’র মৃত্যুতে ব্যথিত। শচিন লিখেছেন, ‘ফুটবল এবং গোটা ক্রীড়াঙ্গন আজ তার অন্যতম সেরা খেলোয়াড়কে হারিয়েছে। শান্তিতে থাকুন দিয়াগো ম্যারাডোনা! আপনাকে অনেক মনে পড়বে।’
Football and the world of sports has lost one of its greatest players today.
Rest in Peace Diego Maradona!
You shall be missed. pic.twitter.com/QxhuROZ5a5— Sachin Tendulkar (@sachin_rt) November 25, 2020
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা তার অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট দিয়ে ম্যারাডোনার মৃত্যুতে শোক জানিয়েছেন।
ইতালির কিংবদন্তি ফুটবলার ফ্রান্সিস্কো টট্টি লিখেছেন, ‘তুমি ইতিহাস গড়েছ।’
Hai scritto la storia del calcio… Ciao Diego❤️#DiegoArmandoMaradona pic.twitter.com/7a2f2nGWIG
— Francesco Totti (@Totti) November 25, 2020
ইতালির নাপোলিতে ম্যারাডোনার ভক্তরা তার বিশাল এক চিত্রকর্মের সামনে জড়ো হচ্ছেন।
সাবেক জার্মান ফুটবলার এবং বর্তমান আর্সেনাল তারকা মেসুত ওজিল লিখেছেন, ‘এটা অনেক দুঃখের একটি সংবাদ। ম্যারাডোনা ফুটবলের অন্যতম সেরা ছিলেন। তাকে অনেক মনে পড়বে। শান্তিতে ঘুমাও দিয়াগো।’
Very sad news. One of the best No. 🔟 the world of football has ever seen has passed away. You will be missed, legend. 🇦🇷💔 Rest in peace. pic.twitter.com/M8HBmPoFbD
— Mesut Özil (@M10) November 25, 2020
সাবেক আর্জেন্টাইন অধিনায়ক হ্যাভিয়ের মাশচেরানো পূর্বসূরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন— ‘তুমি যা কিছু দিয়েছ, তার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ। শান্তিতে থাকো। যা কিছু পেয়েছ, তা তো তোমারই অর্জন।’
Eternamente Gracias Diego por todo lo que nos diste!!!
Descansá en paz. Te lo ganaste de sobra 😢 pic.twitter.com/mz5sdcALcr— Javier Mascherano (@Mascherano) November 25, 2020
জার্মান ফুটবল দল বায়ার্ন মিউনিখের টুইট— ‘শান্তিতে ঘুমাও দিয়াগো। আমরা কখনো তোমাকে ভুলব না!’
Rest in peace, Diego.
We will never forget you!
— FC Bayern (@FCBayernEN) November 25, 2020
ইংল্যান্ড ফুটবল দলের সাবেক ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড লিখেছেন, ‘ফুটবলে আমার প্রথম নায়ক। প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রভাব বিস্তারকারী এমন ব্যক্তিত্ব নেই বললেই চলে। সবচেয়ে মহান, সবার সেবা, শিল্পী, ক্যারিশম্যাটিক, নেতা— সর্বোপরি একজন বিজয়ী! আমার এই যে ফুটবল খেলা, তার অন্যতম কারণটাও দিয়াগোর মতো হওয়ার আকাঙ্ক্ষা। শান্তিতে থাকো দিয়াগো আরমান্দো ম্যারাডোনা।’
My 1st football hero. Few people have impact over generations like this man did. The greatest, the best, the artist, the man…charismatic, a leader…A WINNER! One of the main reasons why I went out on my estate to kick a ball, pretending to be Diego.
RIP Diego Armando Maradona pic.twitter.com/67sjmdkgFT— Rio Ferdinand (@rioferdy5) November 25, 2020