‘বন্যশূকর ভেবে’ ছোঁড়া গুলিতে প্রাণ গেল শিশুর
২৫ নভেম্বর ২০২০ ২৩:২৯ | আপডেট: ২৫ নভেম্বর ২০২০ ২৩:৪৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় গুলিতে প্রাণ গেছে ১২ বছর বয়সী এক শিশুর।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের পাহাড়ি এলাকা চান্দা গ্রামে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।
নিহত মো. মারুফ চান্দা গ্রামের জনৈক মো. ফোরকানের ছেলে এবং স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
ওসি জাকির সারাবাংলাকে বলেন, ‘সন্ধ্যার পর অন্ধকারে গুলিবিদ্ধ হয়ে শিশুটি মারা গেছে। গুলিবিদ্ধ হওয়া নিয়ে দুই ধরনের বক্তব্য পেয়েছি।’
‘ভিকটিমের ভাই বলেছেন, স্থানীয় খামারি জিতেন বড়ুয়া ফসলের ক্ষেতে বন্যশূকর এসেছে ভেবে নিজের অস্ত্র দিয়ে গুলি করেন। কিন্তু সেটা শূকর ছিল না। মারুফ ছিল ঝোপের আড়ালে দাঁড়ানো। তাকে শূকর ভেবে জিতেন গুলি করেন। আবার এলাকার লোকজন জানিয়েছেন, জিতেন অস্ত্র নাড়াচাড়ার সময় অদূরে দাঁড়ানো মারুফ গুলিবিদ্ধ হয়। আমরা তদন্ত করে দেখছি,’— বলেন ওসি।
তিনি জানান, ঘটনার পর জিতেন পালিয়ে গেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।