Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিসিসিআই ও আইসিএমএবি’র মধ্যে চুক্তি সই


২৫ নভেম্বর ২০২০ ২১:১৯ | আপডেট: ২৫ নভেম্বর ২০২০ ২২:০১

ঢাকা: বাণিজ্য সহায়ক পরিবেশ তৈরিতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্স অব বাংলাদেশের (আইসিএমএবি) মধ্যে চুক্তি সই হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর নীলক্ষেতে অবস্থিত ইনস্টিটিউট কার্যালয়ে এই চুক্তি সই হয়। বুধবার (২৫ নভেম্বর) ডিসিসিআইয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা চেম্বারের সভাপতি শামস মাহমুদ ও আইসিএমএবি সভাপতি জসিম উদ্দিন আকন্দ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে দুই সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ঢাকা চেম্বারের সভাপতি শামস মাহমুদ বলেন, এ সমঝোতা স্মারকের মাধ্যমে আইসিএমএবি’র মতো পেশাজীবী একটি সংগঠনের সঙ্গে ঢাকা চেম্বারের ঘনিষ্ঠভাবে কাজ করার পথ আরও সুদৃঢ় হলো। দেশের ব্যবসা-বাণিজ্যসহ আর্থিক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে আইসিএমএবি’র সদস্যদের আরও নিরলসভাবে কাজ করতে হবে।

আইসিএমএবি সভাপতি জসিম উদ্দিন আকন্দ বলেন, প্রতিটি লিস্টেড কোম্পানিতে পেশাদার কস্ট ম্যানেজমেন্ট হিসাবরক্ষকের মাধ্যমে ‘কস্ট অডিট সার্টিফিকেট’ বাস্তবায়ন করা প্রয়োজন। পেশাদার কস্ট ম্যানেজমেন্ট হিসাবরক্ষকের মাধ্যমে কোম্পানিগুলোর বিক্রি করা পণ্যের ব্যয় হিসাব নিরীক্ষণ করা প্রয়োজন। ব্যবসায়িক কর্মকাণ্ড ও অর্থনীতির বিভিন্ন খাতে স্বচ্ছতা আনতে পেশাদার কস্ট ম্যানেজমেন্ট হিসাবরক্ষকদের অভিজ্ঞতা ও দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আইসিএমএবি চুক্তি সই ডিসিসিআই

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর