যমুনা ব্যাংক এবং সারা রিসোর্টের মধ্যে চুক্তি সই
২৫ নভেম্বর ২০২০ ২০:১০ | আপডেট: ২৫ নভেম্বর ২০২০ ২০:১১
ঢাকা: যমুনা ব্যাংক ও ফর্টিস গ্রুপের বিলাসবহুল সারা রিসোর্টের মধ্যে চুক্তি হয়েছে। যমুনা ব্যাংক টাওয়ারে দুই প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতিতে এই চুক্তি সই হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিভিশনের প্রধান কর্মকর্তা আদনান মাহমুদ আশরাফুজ্জামান, এডিসি ডিভিশনের প্রধান কর্মকর্তা এ বি এম সাদি এবং ফর্টিস গ্রুপের সেলস এন্ড রিজার্ভেশনের জেনারেল ম্যানেজার আহমেদ রাকিবসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।
এ চুক্তির আওতায় ব্যাংকের স্টেকহোল্ডাররা শনিবার থেকে বৃহস্পতিবার ২৫% এবং প্রতি শুক্রবার ১৫% পর্যন্ত সারা রিসোর্ট লিমিটেডের বিশেষ পরিষেবা সুবিধা উপভোগ করতে পারবে।