Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে নির্মম খুনের শিকার যুবকের লাশ উদ্ধার


২৫ নভেম্বর ২০২০ ১৮:৪৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় এক যুবককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধারের পর হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার শিকারপুর ইউনিয়নের দক্ষিণ কুয়াইশ গ্রামের গোলাম গাছতল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় মদুনাঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক জাব্বারুল ইসলাম।

নিহত মো. শরীফ (২২) চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার দক্ষিণ ধুপপুল এলাকার প্রবাসী মো. নূরনবীর ছেলে।

হাটহাজারী থানার অধীন মদুনাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাব্বারুল সারাবাংলাকে বলেন, ‘গোলাম গাছতল এলাকার একটি দোকানের পেছনে নির্জন স্থানে একটি রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন আমাদের খবর দেয়। আমরা গিয়ে লাশ উদ্ধার করি এবং পরিচয় নিশ্চিত হই। শরীফের শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন আছে। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি।’

‘প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি- মঙ্গলবার রাতে শরীফ ধুপপুল এলাকায় একটি দোকানে বসে চা খাচ্ছিল। তখন স্থানীয় এক ছেলে এসে তাকে ডেকে গোলাম গাছতল এলাকায় আরেকটি দোকানের পেছনে নিয়ে যায়। একটি সড়কের একপাশ হচ্ছে চান্দগাঁও থানার ধুপপুল এলাকা, আরেকপাশ হাটহাজারী থানার দক্ষিণ ‍কুয়াইশের গোলাম গাছতল এলাকা। সেই দোকানের পেছনে নিয়ে ৪-৫ জন মিলে তাকে ছুরিকাঘাত করে ফেলে যায়।’

হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে জানতে চাইলে পুলিশ পরিদর্শক জাব্বারুল ইসলাম বলেন, ‘শরীফ বখাটে যুবক। যারা হত্যাকাণ্ডে জড়িত তারাও তার পরিচিত এবং ঘনিষ্ঠ। তাদের মধ্যে সম্প্রতি কোনো বিরোধ কিংবা শত্রুতা সৃষ্টি হয়েছে। আরও তদন্তে সেটা বেরিয়ে আসবে। হত্যাকাণ্ডে জড়িতদের পরিচয় আমরা বের করছি। তাদের ধরতে পারলে ঘটনার রহস্য জানা যাবে।’

বিজ্ঞাপন

চট্টগ্রাম যুবকের লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর