Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিব করোনায় আক্রান্ত


২৫ নভেম্বর ২০২০ ১৩:৪৪ | আপডেট: ২৫ নভেম্বর ২০২০ ১৮:৪৭

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তবে তারা দু’জনেই সুস্থ আছেন।

ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৭তম সম্মেলনে যোগ দিতে নাইজার সফর সামনে রেখে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে মন্ত্রী ও সচিবের করোনা পরীক্ষা করা হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে পরীক্ষার ফলে জানা যায়— তারা দু’জনেই করোনা সংক্রমিত। তবে পররাষ্ট্রমন্ত্রী ও সচিবের শরীরে এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ ছিল না।

বিজ্ঞাপন

বুধবার (২৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, পররাষ্ট্রমন্ত্রীর নাইজার সফর বাতিল করা হয়েছে। তিনি চিকিৎসকের পরামর্শ মেনে বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন এবং সুস্থ আছেন। ওআইসি’র এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতা হিসেবে তার যোগ দেওয়ার কথা ছিল।

মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস তথা ওআইসিতে বাংলাদেশের স্থায়ী মিশনের কর্মকর্তাদের সমন্বয়ে একটি দল এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নাইজার সফর সামনের রেখে করোনা পরীক্ষা করা হলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনেরও ফল পজিটিভ আসে। তিনিও চিকিৎসকের পরামর্শ মেনে বাসায় আইসোলেশনে আছেন এবং সুস্থ আছেন।

করোনাভাইরাস করোনায় আক্রান্ত টপ নিউজ ড. এ কে আবদুল মোমেন নাইজার সফর পররাষ্ট্র সচিব পররাষ্ট্রমন্ত্রী মাসুদ বিন মোমেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর