করোনায় ঢামেকের প্রশাসনিক কর্মকর্তার মৃত্যু
২৫ নভেম্বর ২০২০ ০৯:১৮ | আপডেট: ২৫ নভেম্বর ২০২০ ০৯:১৯
ঢাকা: করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা (এও) রাশেদুল ইসলাম (৪৫) মারা গেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
রাশেদুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের উপপরিচালক ডা. আলাউদ্দিন আল আজাদ।
তিনি জানান, ১৩ দিন আগে রাশেদুল করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। অবস্থার অবনতি হলে আটদিন আগে তাকে আইসিইইউতে নেওয়া হয়। সর্বশেষ দুই দিন আগে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
জানা যায়, তার স্ত্রী আরজিনা খাতুনও করোনা আক্রান্ত ছিলেন। তবে তিনি এখন সুস্থ হয়েছেন। তাদের একমাত্র ছেলে আদনান। রাশেদুলের বাড়ি দিনাজপুর জেলায়। তিনি ঢাকার মোহাম্মাদপুরে পরিবার নিয়ে থাকতেন।