Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্নীতিবাজেরা সরকারকে গিলে ফেলছে: সাইফুল হক


২৪ নভেম্বর ২০২০ ২২:২১ | আপডেট: ২৪ নভেম্বর ২০২০ ২৩:৫১

ঢাকা: দুর্নীতি আর দুর্নীতিবাজেরা সরকারকে ক্রমেই গিলে ফেলেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলছেন, দুর্নীতির মহামারি চলছে। এই অবস্থার পরিবর্তনে সরকারের ভেতর ও বাইরের দুর্নীতি ও দুর্নীতিবাজ এবং রাজনৈতিক ও অর্থনৈতিক মাফিয়াদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে পার্টির ঢাকা মহানগরের সদস্যদের এক সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি আকবর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, ঢাকা মহানগর কমিটির সম্পাদক মোফাজ্জল হোসেন মোশতাক, মহানগর কমিটির সদস্য স্নিগ্ধা সুলতানা ইভা, মোজাম্মেল হক, সাহাদাৎ হোসেন খোকন, কালাম আজাদ, জোনায়েত হোসেন, মো. রিয়েল, সালমান মিয়া, বিলকিস বেগম, বিপ্লব হোসেন খান, খোকন মন্ডলসহ অন্যরা।

সভায় সাইফুল হক বলেন, করোনা দুর্যোগকে দুর্নীতিবাজরা সুযোগ হিসাবে গ্রহণ করছে। অধিকাংশ ক্ষেত্রেই রাজনৈতিক ও প্রশাসনিক ছত্রছায়াতেই এসব দুর্নীতি চলছে। প্রায় প্রতিদিনই দুর্নীতির বিস্ময়কর ও লোমহর্ষক সব ঘটনা বেরিয়ে আসছে।

ক্ষোভ জানিয়ে তিনি বলেন, দুর্নীতির যেসব ঘটনা বেরিয়ে আসছে তা নিছক খণ্ডাংশ মাত্র। অধিকাংশ মেগা দুর্নীতিবাজেরা এখনও ধরাছোঁয়ার বাইরে। আর দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা-কর্মচারী এক ধরনের দায়মুক্তির সুবিধা ভোগ করছে। দুর্নীতিবাজ মাফিয়া-সন্ত্রাসীরা এখন রাজনীতির ও অর্থনীতির নিয়ামক শক্তিতে পরিণত হয়েছে।

বিজ্ঞাপন

সাইফুল হক বলেন, এদের হাতে এখন অর্থনীতি ও রাজনীতির ক্ষমতার অনেকখানি কেন্দ্রীভূত। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এরা এখন সরকারের অংশ হয়ে দাঁড়িয়েছে। সরকার এদের হাতে জিম্মি কি না, সেই প্রশ্নও বড় হয়ে দেখা দিয়েছে। সরকারের দুর্নীতিবিরোধী অভিযান প্রচার সর্বস্বতায় পর্যবসিত হয়েছে। দুদকের দুর্নীতিবিরোধী অভিযানেরও বাস্তবে কোনো কার্যকারিতা নেই।

দুর্নীতি দুর্নীতিবাজ বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল হক সাধারণ সম্পাদক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর