Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণখানে ডোবায় যুবকের লাশ উদ্ধার


২৪ নভেম্বর ২০২০ ২০:৩১

ঢাকা: রাজধানীর দক্ষিণখানে একটি ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।  ওই যুবকের নাম মনির (১৮) বলে পুলিশের ধারণা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে দক্ষিনখান থানাধীন গণকবরস্থান রোডের পাশের একটি ডোবায় লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে দক্ষিনখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের কাজ শুরু করে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা জানায়, স্থানীয়দের দেওয়া খবরে এসে ডোবায় ভাসমান লাশ উদ্ধারের কাজ শুরু হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে দক্ষিণখান থানার ডিউটি অফিসার এসআই কাদের বলেন, ডোবায় একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ঘটনাস্থলে উত্তরা বিভাগের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা রয়েছেন।

ঘটনাস্থলে উপস্থিত এসআই হাফিজুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাশটি মনিরের। এটি হত্যা নাকি দুর্ঘটনা তা এখন পর্যন্ত জানা যায়নি। লাশ উদ্ধারের পর তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।

তবে স্থানীয় এলাকাবাসীর ধারণা, মনিরকে দুর্বৃত্তরা হত্যা করে তার লাশ ফেলে রেখে গেছে। তারা এর সঠিক বিচার চান।

দক্ষিণখান যুবকের লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর