২ মামলায় ঢাবি অধ্যাপক জিয়ার বিরুদ্ধে প্রতিবেদন ১৭ ফেব্রুয়ারি
২৪ নভেম্বর ২০২০ ১৯:২৩ | আপডেট: ২৪ নভেম্বর ২০২০ ১৯:২৪
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাধতত্ত্ব বিভাগ শিক্ষক অধ্যাপক জিয়াউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা দুই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। আগামী ১৭ ফেব্রুয়ারি এই দুই মামলার প্রতিবেদন দাখিলের দিন নির্ধারণ করেছেন আদালত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন। এদিন মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারিত ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।
গত ২৫ অক্টোবর বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে মাসিক আল বাইয়্যিনাত ও দৈনিক আল ইহসানের সম্পাদক মুহম্মদ মাহবুব আলম একটি এবং ইমরুল হাসান নামে একজন আইনজীবী বাদী হয়ে আরও একটি মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের একটি টক-শো’তে অংশ নেন অধ্যাপক জিয়াউর রহমান। অনুষ্ঠানে তিনি ‘আসসালামু আলাইকুম’ বলা ও ‘আল্লাহ হাফেজ’ বলাকে গর্হিত, নিন্দনীয়, জঘন্য হিসেবে অভিহিত করেন।
পবিত্র কোরআন ও হাদিসের নির্দেশনা ও শিক্ষা অনুযায়ী শুদ্ধভাবে সালাম দেওয়াকে অধ্যাপক জিয়াউর রহমান অত্যন্ত গর্হিত, নিন্দনীয়, বেয়াদবিপূর্ণ ও জঘন্যভাবে জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত করে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের শুদ্ধভাবে ধর্মীয় ইবাদত পালনের মৌখিক অধিকারকে খর্ব করার চেষ্টা করেছেন বলে অভিযোগ করা হয়েছে মামলাতে।
অভিযোগে আরও বলা হয়, তার এমন মন্তব্য মুসলিমদের ধর্মীয় মূল্যবোধের ওপর আঘাত করেছে এবং এ ধরনের কর্মকাণ্ড ধর্মীয় বিদ্বেষ ছড়াতে পারে।
ওই দিনই বিকেলে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন মামলা দু’টি আমলে নেন। তিনি সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম (সাইবার ক্রাইম হিসেবে পরিচিত) বিভাগকে তদন্ত করে ১ নভেম্বরের প্রতিবেদন জমা দেওয়ার তারিখ নির্ধারণ করেন। সেদিনও তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারলে আদালত প্রতিবেদন দাখিলের জন্য আজকের (মঙ্গলবার) দিন নির্ধারণ করেছিলেন। আজ দ্বিতীয়বারের মতো প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল।
অধ্যাপক জিয়াউর রহমান অপরাধতত্ত্ব বিভাগ ডিজিটাল আইনে মামলা ঢাবি অধ্যাপক প্রতিবেদন দাখিল