Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাস্কর্যকে ইস্যু করে সংস্কৃতি ধ্বংসের ষড়যন্ত্র হচ্ছে


২৪ নভেম্বর ২০২০ ১৮:১৭ | আপডেট: ২৪ নভেম্বর ২০২০ ১৮:২১

ঢাকা: ‘আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান’— স্লোগান দিয়ে একসময় যারা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করেছিল, তারাই আজ ধর্মের অপব্যাখ্যা দিয়ে ভাস্কর্যকে প্রতিমার সঙ্গে তুলনা করছে এবং আবহমান বাংলার কৃষ্টি-কালচার, সাহিত্য-সংস্কৃতি ও ঐতিহ্যকে ধ্বংসের ষড়যন্ত্র করছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাব চত্বরে ‘ভাস্কর্য আর মূর্তি এক নয়’ শিরোনামে জনসচেতনতামূলক লিফলেট বিতরণের সময় এসব কথা বলেন আওয়ামী ওলামা লীগের নেতারা। রাজধানী ঢাকাসহ দেশব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে এ লিফলেট বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

লিফলেট বিতরণ উদ্বোধন করেন বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের (বোয়াফ) সভাপতি কবীর চৌধুরী তন্ময়। তিনি বলেন, ‘লালমনিরহাট জেলায় কোরআন অবমাননার তথাকথিত অভিযোগ তুলে মানুষকে পিটিয়ে হত্যা করে নির্মমভাবে আগুনে পুড়িয়ে ছাই করা আর কুমিল্লা মুরাদনগরে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে আগুন লাগানোর পর ভাস্কর্যের অপব্যাখ্যা, বিতর্ক— সব একই সূত্রে গাঁথা।’

তিনি বলেন, ‘জঙ্গি মতাদর্শের মানুষগুলো জনমনে বিভ্রান্ত ছড়িয়ে দেশের মাঝে অস্থিতিশীল পরিবেশ তৈরির ষড়যন্ত্রে নেমেছে। এখানে ভাস্কর্যকে ইস্যু করে মূলত বাংলাদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতির পাশাপাশি ইতিহাস-ঐতিহ্যকে ধ্বংস করার মাধ্যমে জঙ্গি রাষ্ট্র পাকিস্তান-আফগানিস্তানের মতো ব্যর্থ রাষ্ট্র করার চক্রান্ত করছে।’

কবীর চৌধুরী তন্ময় বলেন, ‘একটি মহল পরিকল্পিতভাবে মিথ্যাচার করলেও এ দেশের মানুষ সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে। স্বাধীন-সার্বভৌমত্ব রক্ষায় এ দেশের মানুষ বরাবরই স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করেছে, সবসময়ই করবে। তবে সরকারের উচিত হবে, দেশ ও দেশের সংস্কৃতির উপর আঘাতকারী ব্যক্তি ও মহলকে আইনের আওতায় নিয়ে আসা, কঠোর-দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা এবং জঙ্গি মতাদর্শের ঔদ্ধত্য-সাহসের মূল উৎপাটনের উদ্যোগ নেওয়া।’

বিজ্ঞাপন

বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সভাপতি হাফেজ মাওলানা সুলাইমানের সভাপতিত্বে লিফলেট বিতরণ কর্মসূচিতে অন্যদের মধ্যে অংশ নেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মুফতি আল্লামা খলিলুর রহমান জিহাদী, সাধারণ সম্পাদক শাইখ মাওলানা আলমগীর হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা রবিউল আলম সিদ্দিকী ও হাফেজ মাওলানা আখতার হোসাইন ফারুকী, প্রচার-প্রকাশনা সম্পাদক ক্বারী আবু সিদ্দিক রতন, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক মাওলানা জাকির হোসাইনসহ অন্যরা।

অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম ওলামা লীগ বোয়াফ ভাস্কর্য মূর্তি ষড়যন্ত্র

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর