করোনায় দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক মুনীরুজ্জামানের মৃত্যু
২৪ নভেম্বর ২০২০ ১১:০৮ | আপডেট: ২৪ নভেম্বর ২০২০ ১৫:০৬
ঢাকা: দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক, কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক খন্দকার মুনীরুজ্জামান করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ২০ মিনিটে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খন্দকার মুনীরুজ্জামানের পরিবার সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। করোনা পজেটিভ হয়ে গত ৩১ অক্টোবর রাতে তিনি রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন ।
মুনীরুজ্জমান ১৯৭০ সালে সিপিবির মুখপত্র সাপ্তাহিক একতায় সাংবাদিকতা শুরু করেন। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।