Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাজরীনে অগ্নিকাণ্ড: কারখানা ফটকে ফুল দিয়ে নিহতদের স্মরণ, বিক্ষোভ


২৪ নভেম্বর ২০২০ ১০:৩৬ | আপডেট: ২৪ নভেম্বর ২০২০ ১০:৪১

সাভার: আজ ২৪ নভেম্বর। সাভারের আশুলিয়ার তাজরীন গার্মেন্টস আগুন লাগার আট বছর। ২০১২ সালের এই দিনে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন গার্মেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১৩ জন শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে মারা যান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) তাজরীন ট্রাজেডির আট বছর পূর্তি উপলক্ষে সকালে নিহত শ্রমিকদের স্বজন ও আহতসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা তাজরীন গার্মেন্টস কারখানার প্রধান ফটকের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

বিজ্ঞাপন

এসময় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা তাজরীন গার্মেন্টস সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করেন। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে শ্রমিক সংগঠনগুলোর নেতাকর্মীরা তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সব শ্রমিককে অবিলম্বে ক্ষতিপূরণ ও মালিক দেলোয়ার হোসেনের কঠোর শাস্তি দাবি করেন।

নিশ্চিন্তপুরের ‘অভিশাপ’: তাজরীনের আগুনে আজও ‘পুড়ছেন’ জরিনা!

এছাড়া এই আগুনের ঘটনায় আহত হন আরও শত শত শ্রমিক। যাদের অনেকেই বিনা চিকিৎসায় মানবেতর জীবনযাপন করছেন। পঙ্গু সদস্যদের নিয়ে নিদারুণ কষ্টে রয়েছে তাদের পরিবার।

এদিকে, যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তাজরীন গার্মেন্টসের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

টপ নিউজ তাজরীন তাজরীন গার্মেন্ট ভয়াবহ অগ্নিকাণ্ড শ্রমিক অগ্নিদগ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর