Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় টিএসসির সাবেক পরিচালকের মৃত্যু


২৪ নভেম্বর ২০২০ ০৮:৪২

ঢাবি: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সাবেক পরিচালক আলমগীর হোসেন। সোমবার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর।

এর আগে, গত ১৮ নভেম্বর অসুস্থ অবস্থায় আলমগীর হোসেনকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হৃদরোগসহ নানা জটিলতায় ভুগছিলেন। সেখানে কোভিড-১৯ পরীক্ষা করালে তার ফলাফল পজিটিভ আসে। অবস্থার অবনতি হলে সোমবার সন্ধ্যায় তাকে সেখান থেকে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রাত ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

আলমগীর হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী ছিলেন। বিভাগটির সাবেক শিক্ষার্থীদের সংগঠন ডিইউএমসিজেএএ’র দুইবার সভাপতির দায়িত্ব পালন করেন তিনি।

করোনাভাইরাস টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক পরিচালক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর