মহাখালী সাত তলা বস্তিতে ভয়াবহ আগুন
২৪ নভেম্বর ২০২০ ০০:৩৯ | আপডেট: ২৪ নভেম্বর ২০২০ ০১:৫৬
ঢাকা: রাজধানীর মহাখালীর সাত তলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। মধ্যরাতে বস্তিবাসী ঘুমন্ত অবস্থায় থাকায় আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার (২৩ নভেম্বর) রাত ১১টা ৪৭ মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহফুজ রিবেন সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মহাখালীর সাত তলা বস্তিতে আগুন লাগার খবর পেয়ে আমাদের ১২টি ইউনিট একযোগে নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।