Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চকবাজারে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের স্বীকার


২৩ নভেম্বর ২০২০ ২২:০৬

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর চকবাজার এলাকায় বাকপ্রতিবন্ধী এক কিশোরী (১৪) ধর্ষণের স্বীকার হয়েছে। সে একটি প্লাস্টিক কারখানায় কাজ করতো।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যার দিকে চকবাজার থানা পুলিশ কিশোরীর শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ার স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে।

চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) মুন্সি আব্দুল লোকমান জানান, কিশোরীর বাসা কেরানীগঞ্জ এলাকায়। সে বাকপ্রতিবন্ধী। বেগমবাজার এলাকায় একটি প্লাস্টিক কারখানায় কাজ করে সে। গতকাল রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে একই কারখানার এক ব্যক্তি কিশোরীকে ফুসলিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করে।

এসআই আরও জানান, কিশোরী কেরানীগঞ্জের বাসায় গিয়ে আত্মীয়-স্বজনদের বিষয়টি বোঝায়। পরে তারা চকবাজার থানায় এসে মামলা করে। ভিকটিম ঘটনাস্থল ও ধর্ষকের নাম বলতে পারেনি। ধর্ষকের আনুমানিক বয়স ৪০ বছরের মতো হবে বলে ওই কিশোরী ইঙ্গিতে জানিয়েছে। এমনকি সে দেখলে ধর্ষককে চিনতে পারবে বলেও জানায়। পুলিশ ধর্ষককে গ্রেফতারে অভিযান চালাচ্ছে।

ধর্ষণ বাকপ্রতিবন্ধী কিশোরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর