Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুরি বাড়ায় ব্যবসায়ীদের ধর্মঘট


২৩ নভেম্বর ২০২০ ১৯:০৮

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী সরিকল বন্দরে ব্যবসাপ্রতিষ্ঠানে একের পর এক চুরির ঘটনায় সোমবার (২৩ নভেম্বর) দিনব্যাপী ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন ব্যবসায়ীরা।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, সরিকল বন্দরে প্রায় সাড়ে তিনশ ব্যবসায়ী আছেন। সম্প্রতি বন্দরে তালা ভেঙে একের পর চুরি হয়েছে। রোববার রাতে সঞ্জয় পালের স্বর্ণের দোকানের তালা ভেঙে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫৫ হাজার টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। একই রাতে বন্দরের রাফি কসমেটিকসের দোকানের তালা ভেঙে প্রায় ২ লাখ টাকার মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

ব্যবসায়ী শহীদুল ইসলাম বলেন, চারদিন আগে তার দোকানের তালা ভেঙে নগদ টাকাসহ ৪ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। গত এক সপ্তাহে ৫টি দোকানে চুরির ঘটনা ঘটেছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যবসায়ী জানান, পাহারাদার থাকতে চুরির ঘটনা এবং কমিটির নিবর থাকার বিষয়টি রহস্যজনক।

এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য তারা ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেন। তিনদিনের মধ্যে চুরির রহস্য উদঘাটন ও নৈশপ্রহরীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আল্টিমেটাম দেন তারা।

সরিকল বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন বলেন, চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় আমরা উদ্বিগ্ন। এ ব্যাপারে পদক্ষেপ নিতে সোমবার সকালে ব্যবসায়ী কমিটির জরুরি সভা হয়েছে।

সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, ব্যবসায়ীরা বিষয়টি পুলিশকে জানাননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কমিটি চাইলে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

চুরি ধর্মঘট বরিশাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর