Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের ৮ বিভাগে ঢাবির ভর্তি পরীক্ষা, মানবণ্টনেও পরিবর্তন


২৩ নভেম্বর ২০২০ ১৬:০৭ | আপডেট: ২৩ নভেম্বর ২০২০ ২০:৪৬

ফাইল ছবি

করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের ঢাকায় না এনে নিজ নিজ বিভাগে ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া পূর্বনির্ধারিত ১০০ নম্বরে পরীক্ষার নতুন মানবণ্টন নির্ধারণ করা হয়েছে।

আজ সোমবার (২৩ নভেম্বর) সকালে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত একাধিক সদস্য সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ২০০ নম্বরের ভর্তি পরীক্ষা নেওয়া হতো। গত ২০ অক্টোবর ডিনস কমিটির এক বৈঠকে সিদ্ধান্ত হয়, এ বছর ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরের। ডিনস কমিটির বৈঠক থেকে জানানো হয়েছিল, ১০০ নম্বরের মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলের ওপর থাকবে ২০ নম্বর, বাকি ৮০ নম্বরের মধ্যে নৈর্ব্যক্তিক ৩০ ও লিখিত ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির আজকের (সোমবার) সভায় ডিনস কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ১০০ নম্বরের পরীক্ষার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। তবে ভর্তি পরীক্ষার মানবণ্টনের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়েছে। এ ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের ক্ষেত্রে বরাদ্দ থাকবে ২০ নম্বর। ক, খ, গ ও ঘ—এই চারটি ইউনিটে বাকি ৮০ নম্বরের মধ্যে ৪০ নম্বর থাকবে এমসিকিউ (বহু নির্বাচনী), ৪০ নম্বর থাকবে লিখিত প্রশ্ন।

পরীক্ষাসংক্রান্ত সময় ও মোট ৮০ নম্বরের নৈর্ব্যক্তিক ও লিখিত পরীক্ষার ক্ষেত্রে বিষয়ভিত্তিক নম্বর বণ্টনের বিষয়ে সংশ্লিষ্ট অনুষদের ডিনরা সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন সভায় উপস্থিত একাধিক সূত্র।

বিজ্ঞাপন

টপ নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা স্নাতক প্রথম বর্ষ

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর