Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেলকুচিতে সাড়ে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার


২৩ নভেম্বর ২০২০ ১৫:৫৭ | আপডেট: ২৩ নভেম্বর ২০২০ ২১:১২

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার সোহাগপুর যমুনার চর থেকে মাথায় আঘাত পাওয়া অবস্থায় সাড়ে দশফুট লম্বা  অজগর উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১ টার দিকে সোহাগপুর যমুনার চর থেকে অজগরটি উদ্ধার করেছে স্থানীয় দি বার্ড সেফটি হাউজের সংগঠনের সদস্যরা।

এলাকাবাসী জানায়, গতকাল রবিবার বিকালে গ্রামের জমির মধ্য একটি অজগর সাপ দেখতে পায়। পরে তারা ভয় পেয়ে সাপের মাথায় টেটা দিয়ে আঘাত করে। রাত ৮ টার দিকে দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস বিষয়টি জানতে পারে৷  পরে মামুন বিশ্বাস ও জুবায়ের হোসেন চর থেকে আহত অবস্থায় সাপটি উদ্ধার করে।

বিজ্ঞাপন

মামুন বিশ্বাস বলেন, খবর পেয়ে আমি ও জুবায়ের অজগর সাপটি উদ্ধার করার জন্য সোহাগপুর চরে যাই। ওখানে গিয়ে সাপের অবস্থা মারাত্মক হওয়ায় কিছু ছবি  রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবিরের কাছে পাঠিয়ে দিই।

পরে আহত অবস্থায় উদ্ধার করা অজগর সাপটি সামাজিক বন বিভাগের  ভারপ্রাপ্ত কর্মকর্তা হৃষীকেস চন্দ্র রায়, এম এল এস নবুয়াত, শাহজাদপুর  পি এম রশিদুল হাসানে কাছে হস্তান্তর করা হয়। সাপটি বেশি আঘাত পাওয়ায় উপযুক্ত চিকিৎসা ও পরিচর্যার জন্য বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহীতে হয়েছে।

অজগর অজগর উদ্ধার

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর