Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৌলভীবাজারে মাস্ক না পরায় ৯৩ হাজার টাকা জরিমানা


২৩ নভেম্বর ২০২০ ০০:৩৪

মৌলভীবাজার: মৌলভীবাজারে মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় সাড়ে ৯৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকাল থেকে জেলাশহর এবং সব উপজেলায় একযোগে ২০ স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি সচেতনতামূলক কর্মসূচি আয়োজিত হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মো. মামুনুর রশীদ। আর আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

বিজ্ঞাপন

অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ জানান, মাস্ক পরিধান নিশ্চিত করতে সারাজেলায় একযোগে ২০টি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩৯৩টি মামলায় ৯৩ হাজার ৩৯০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

নভেল করোনাভাইরাস সংক্রমণের সেকেন্ড ওয়েব প্রতিরোধে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে অভিযান চলমান থাকবে বলে সারাবাংলাকে জানান জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

৯৩ হাজার টাকা জরিমানা না পরা মাস্ক মৌলভীবাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর