Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেসরকারি এয়ারলাইন্সের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরির দাবি


২২ নভেম্বর ২০২০ ২৩:০৪

কক্সবাজার থেকে: বাংলাদেশ বিমানের সঙ্গে বেসরকারি এয়ারলাইন্সের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবি করেছেন ইউএস বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন শিকদার মেজবাহ উদ্দিন আহমেদ। রোববার ( ২২ নভেম্বর) রাতে কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলে ইউএস বাংলা আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি তোলেন।

ক্যাপ্টেন শিকদার বলেন, ‘নানাবিধ সমস্যায় জর্জরিত এভিয়েশন অ্যান্ড ট্যারিজম ইন্ডাস্ট্রিজ। বিভিন্ন সময়ে বাংলাদেশের এভিয়েশন খাতকে বাঁচিয়ে রাখতে সরকারের সহয়তার জন্য আবেদন করেছে বেসরকারি এয়ারলাইন্সগুলো। বিশেষ করে এ্যারোনটিক্যাল ও নন এ্যারোনটোক্যাল চার্জকে সহনীয় পর্যায়ে নিয়ে আসা, জেট ফুয়েল খরচকে আন্তর্জাতিক মানদন্ডে নিরূপন করা ও যাত্রী বিমানের জন্য হ্যাঙ্গার সুবিধা ইত্যাদি। তাই প্রতিযোগিতার স্বার্থে জাতীয় বিমান সংস্থার সাথে বেসরকারি এয়ারলাইন্সগুলোর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘সারাবিশ্ব আজ কোভিড-১৯ মহামারিতে বির্পযস্ত। সামাজিক ও অর্থনৈতিকভাবে বিশ্ব আজ বিধ্বস্ত। সর্বপ্রথম করোনাভাইরাসের করাল গ্রাসে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রিজ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে স্বল্প পরিসরে আন্তর্জাতিক রুটগুলোতে নানাবিধ স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট পরিচালনা করছে ইউএস বাংলা এয়ারলাইন্স।’

ক্যাপ্টেন শিকদার আরও বলেন, ‘ইউএস বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে কোলকাতা, চেন্নাই ছাড়াও মাস্কাট, দোহা, সিঙ্গাপুর, কুয়ালালামপুর ও গুয়াংজু রুটে ইউএস বাংলা এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া নতুন বছরের শুরুতে ইউএস বাংলা মধ্যপ্রাচ্যের দুবাই, আবুধাবী এবং শ্রীলঙ্কার কলম্বো ও মালদ্বীপের মালেতে ফ্লাইট পরিচালনা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপরদিকে ইউএস বাংলার বহরে আরও দুটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট যুক্ত হচ্ছে। আর বিমান বহরে দুটি ব্র্যান্ড নিউ এটিআর৭২-৬০০ যুক্ত করে যশোর-চট্টগ্রাম,সৈয়দপুর-কক্সবাজার, সিলেট-চট্টগ্রামসহ বিভিন্ন অভ্যন্তরীণ রুটের পরিকল্পনা করছে ইউএস বাংলা।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘করোনার সময়ে ইউএস বাংলা বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে দুবাই, আবুধাবী, দিল্লী, চেন্নাই, মালে,কুয়ালালামপুর, ব্যাংকক, সিঙ্গাপুর, হ্যানয়, ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশে ১০০টির বেশি স্পেশাল ফ্লাইট পরিচালনা করেছে।’

সংস্থাটির মহাব্যবস্থাপক (জিএম) জনসংযোগ মো. কামরুল ইসলামের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে এসময় আরও উপস্থিত ছিলেন- ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট অপারেশন ক্যাপ্টেন মাসুদ, বোয়িং ৭৩৭ প্রধান ক্যাপ্টেন সাদাতসহ অন্যরা।

ইউএস-বাংলা বাংলাদেশ বিমান লেভেল প্লেয়িং ফিল্ড

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর