Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্র ইউনিয়েনের নেতৃত্বে ফয়েজ-দীপক-সেতু


২২ নভেম্বর ২০২০ ২১:৫৫

ঢাকা: জাতীয় সম্মেলনের মধ্য ছাত্র ইউনিয়নের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হিসেবে যথাক্রমে নেতৃত্বে এসেছেন ফয়েজ উল্লাহ, দীপক শীল ও সুমাইয়া সেতু।

রোববার (২২ নভেম্বর) বিকেলে রাজধানীতে মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট ভবনে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশন শেষে ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। ‘আলোকে চিনে নেয় আমার অবাধ্য সাহস’ এই স্লোগানকে ধারণ করে গত ১৯ নভেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্র ইউনিয়নের জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন চা ও পাটকল শ্রমিকরা।

বিজ্ঞাপন

ছাত্র ইউনিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছেন ফয়েজ উল্লাহ। সহ-সভাপতি পদে আছেন নজির আমিন চৌধুরী জয়, জয় রায়, ফয়জুর মেহেদী, কে এম মুত্তাকী, সরোজ কান্তি, অনন্য ঈদ ই আমিন, ধীষণ প্রদীপ চাকমা ও সম্পা দাস। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দীপক শীল। সহকারী সাধারণ সম্পাদক পদে আছেন তামজিদ হায়দার চঞ্চল, মিখা পিরেগু ও খাইরুল হাসান জাহিন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন সুমাইয়া সেতু। কোষাধ্যক্ষ পদে শামীম হোসেন, দফতর সম্পাদক পদে মাহির শাহরিয়ার রেজা, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে মীম আরাফাত মানব, স্কুল ছাত্রবিষয়ক সম্পাদক পদে প্রিতম ফকির, বিজ্ঞান, প্রযুক্তি ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পদে ঐশ্বর্য আহমেদ, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক পদে বিএম জোবায়ের প্রধান, সাংস্কৃতিক সম্পাদক পদে আসমানী আশা, ক্রীড়া সম্পাদক পদে দিদারুল ইসলাম শিশির, সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে মুনিরা দিলশাদ ইলা নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

এছাড়া সদস্য পদে আছেন মেহেদী হাসান নোবেল, অনিক রায়, এবি তাহসিন, জিকে সাদিক, সাদ্দাম হোসাইন, গৌরচাঁদ ঠাকুর অপু, এ্যনি সেন, আবু সালেহ মোহাম্মদ সিহাব, শামীম আহসান, সৌরভ সম্মাদার, প্রান্ত রনি, রথীন্দ্রনাথ বাপ্পী, পিনাক দেব, আবু বকর সিদ্দিক, প্রণব কুমার দেব, আবরার নাদিম ইতু, পার্থ প্রতিম সরকার ও অপু সাহা। নতুন কমিটির সদস্যরা মতিউল-কাদের চত্ত্বরে পুস্পস্তবক অর্পণ করেছেন।

ছাত্র ইউনিয়ন নতুন নেতৃত্ব সম্মেলন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর