Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পান্থপথে গ্যাসলাইনের লিকেজ মেরামতের সময় বিস্ফোরণ, দগ্ধ ৪


২২ নভেম্বর ২০২০ ২১:২৮

ঢাকা: রাজধানীর পান্থপথে তিতাস গ্যাসলাইনের লিকেজ মেরামতের সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মেরামত টিমের ৩ সদস্য ও একজন পথচারী দগ্ধ হয়েছেন। রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- আব্দুল্লাহ (৫৫) আজিম (৪০), রুহুল আমিন (৪০) এবং পথচারী জাফর (৩০)। তথ্যটি নিশ্চিত করেছেন তিতাসের ধানমন্ডি জোনের টেকনিশিয়ান মির্জা রবিউল আলম রতি।

বিজ্ঞাপন

মির্জা রবিউল বলেন, ‘স্থানীয়রা জানিয়েছে সেখানে একটি গ্যাস লিকেজের ঘটনা আছে। এ খবর পেয়ে মেরামত টিমকে পাঠানো হয়। টিমের সদস্যরা সেখানে পৌঁছাতেই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আমাদের ৩ জন সদস্য দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে আব্দুল্লাহ আমাদের স্টাফ। আজিম এবং রুহুল আমিন ডে লেবার। তবে এ ঘটনায় একজন পথচারীও দগ্ধ হয়েছেন বলে জেনেছি। তার নাম-পরিচয় জানতে পারিনি।’

বিস্ফোরণের ঘটনাটি প্রকৃতপক্ষে কিসের বা কি কারণে ঘটেছে তা এখনও জানা যায়নি। মূলত তিতাস গ্যাস লিকেজ নাকি অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিতাসের এই কর্মকর্তা।

তবে বিস্ফোরণের বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র। তিনি সারাবাংলাকে বলেন, ‘এ ধরনের কোনো খবর পাইনি আমরা। খোঁজ নিয়ে দেখছি।’

তিতাস গ্যাসলাইন মেরামত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর